X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অবশেষে আসছেন ব্যাটিং পরামর্শক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৮:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:৫৫

সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের আগেই  ব্যাটিং পরামর্শককে পাবেন তামিমরা জুনের শুরুতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান স্টিভ রোডস। তবে রোডস আসার আগেই ব্যাটিং পরামর্শকের আসার কথা ছিল বাংলাদেশে। নানা জটিলতায় এত দিন তা হয়নি। অবশেষে আসছেন ‘তিনি’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শিগগিরই দলের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন ব্যাটিং পরামর্শক। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সব কিছু ঠিক থাকলে ২২ জুলাইয়ের মধ্যে ব্যাটিং পরামর্শকের যোগ দেওয়ার কথা।’

তবে ব্যাটিং পরামর্শকের নাম এখনই বলতে রাজি নন প্রধান নির্বাহী। বিসিবির একটি সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার নিল ম্যাকেঞ্জি নিতে যাচ্ছেন এই দায়িত্ব। রোডস কোচ হওয়ার আগেও ব্যাটিং পরামর্শক হিসেবে তার নাম শোনা গিয়েছিল।

ম্যাকেঞ্জির নাম অবশ্য বলেননি নিজামউদ্দিন চৌধুরী, ‘প্রত্যেক চুক্তিরই খুঁটিনাটি দিক থাকে। বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই আমরা বিস্তারিত জানাবো।’ ব্যাটিং পরামর্শক যে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন, সে কথাও জানিয়েছেন তিনি।

৪২ বছর বয়সী ম্যাকেঞ্জির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০০ সালে। ৫৮ টেস্টে ৩ হাজার ২৫৩ এবং ৬৪ ওয়ানডেতে এক হাজার ৬৮৮ রানের মালিক ম্যাকেঞ্জি দারুণ এক রেকর্ডের অংশীদার। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে গ্রায়েম স্মিথের সঙ্গে ৪১৫ রানের জুটি গড়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এটাই রেকর্ড উদ্বোধনী জুটি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে জড়িয়ে পড়েন ম্যাকেঞ্জি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পান তিনি। গত বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ