X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আবুধাবিতেও ধুঁকছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ২১:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:৩১

নাথান লিওনের এই ছবিটা যেন গোটা অস্ট্রেলিয়ার চিত্র হারতে বসা দুবাই টেস্ট নাটকীয়ভাবে ড্র করে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আবুধাবিতেও পাকিস্তানের সামনে ছন্নছাড়া ব্যাটিং সফরকারীদে। প্রথম ইনিংসে মাত্র ১৪৫ রানে অলআউট হয়েছে তারা। বিপরীতে পাকিস্তান ২ উইকেটে ১৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করে পেয়েছে ২৮১ রানের লিড।

প্রথম দিন ২০ রানে ২ উইকেট হারিয়ে অশনিসংকেত পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে সেটাই সত্যি হলো। মোহাম্মদ আব্বাসের পেস আগুনে পুড়ে খাক সফরকারীরা। মাত্র ১৪৫ রানে গুটিয়ে গিয়ে আরেকবার ব্যাটিংয়ে তাদের ভরাডুবি। ৩৩ রান খরচায় ৫ উইকেট পাওয়া আব্বাসের সামনে মুখ থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন-আপ।

ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। শেষ দিকে মিচেল স্টার্ক ৩৪ রানের কার্যকরী ইনিংস না খেললে আরও বড় লজ্জার সামনে পড়তে হতো সফরকারীদের। প্রথম দিন ২ উইকেট পাওয়া আব্বাস দ্বিতীয় দিনে তুলে নেন শন মার্শ (৩), ট্রেভিস হেড (১৪) ও মিচেল স্টার্কের উইকেট।

বিলাল আসিফও জ্বলে উঠেছিলেন বল হাতে। এই স্পিনার ২৩ রানে পেয়েছেন ৩ উইকেট। অ্যারন ফিঞ্চের সঙ্গে তার শিকারে পরিণত হয়েছেন টিম পেইন (৩) ও নাথান লিওন (২)।

অস্ট্রেলিয়াকে অল্পকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটাও ভালো ছিল না। ১৫ রানেই তারা হারায় ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট। মিচেল স্টার্কের বলে হেডকে ক্যাচ দেন তিনি ৬ রানে। তবে আরেক ওপেনার ফখর জামান আবারও দাঁড়িয়ে যান। প্রথম ইনিংসে ৯৪ রানের ঝলমলে ইনিংস খেলা ফখর দ্বিতীয় ইনিংসে করেন ৬৬ রান। ৮৩ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে।

নাথান লিওনের বলে এই ওপেনার আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে আজহার আলীর সঙ্গে গড়েন ৯১ রানের জুটি। ফখর আউট হলেও আজহার হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ৫৪ রানে। তার সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১৭ রানে অপরাজিত থাকা হারিস সোহেল। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?