X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:১২

এই ট্রফি ভাগাভাগি করতে চাননি মাহমুদউল্লাহ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রভাব বিস্তার করে জিতেছে বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়্ বরণ করে শোচনীয় হার। অবশ্য ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করেছে টেস্ট সিরিজ। সফরকারীদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার পরও আক্ষেপ ঝরেছে অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি জিতে অধিনায়ক হিসেবে অন্যরকম আনন্দের সঙ্গী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হয়নি। তাই ঢাকা টেস্ট জিতে সংবাদ সম্মলনে এসে তার কণ্ঠে ঝরল আক্ষেপ।

তিনি বলেছেন, ‘সবাই চাচ্ছিলো জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ জিতুক। আমার মনে হয় জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। প্রথম টেস্টে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। শুরুতে লক্ষ্য ছিল দুটি ম্যাচই জেতা। হোম কন্ডিশনে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া কিংবা যে কোনও দলের বিপক্ষেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজ জেতা উচিত।’

কিন্তু সেটা না হওয়ায় কিছুটা দুঃখও আছে মাহমুদউল্লাহর মনে, ‘প্রথম টেস্ট হারের পর আমরা খুব আঘাত পেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তার বহিঃপ্রকাশ মাঠে দেখাতে। আমার মনে হয় আমরা কিছুটা হলেও করতে পেরেছি। তবে ট্রফিটা শেয়ার করতে খুবই খারাপ লেগেছে।’

ঢাকা টেস্ট ব্যাটসম্যান মাহমুদউল্লাহ জন্য বিশেষ কিছু। দ্বিতীয় ইনিংসে ৮ বছর পর পেয়েছেন সেঞ্চুরি। সেই তৃপ্তিও ঝরল তার মুখে, ‘কিছুটা হলেও রিলিফ বলতে পারেন। কারণ আমার শেষ পাঁচ টেস্টে কোনও ভালো পারফরম্যান্স ছিল না, কোনও ফিফটি ছিল না। আমি এই ফরম্যাটের ক্রিকেটে বেশ ভুগছিলাম। ভালো লাগছে, এই টেস্টে আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি। তবে আমার এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমি চাই এই ফরম্যাটে আরও ধারাবাহিক হতে।’

অভিষিক্ত খালেদ আহমেদ দুই ইনিংসে চমৎকার বোলিং করেও সাফল্য পাননি। ৩০ ওভার বল করে উইকেটশূন্য থাকাটা যে কোনও বোলারের জন্যই হতাশার। যদিও অভিষেক টেস্টে ব্যর্থ হলেও খালেদকে নিয়ে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ, ‘খালেদ তার প্রথম ম্যাচ হিসেবে অনেক ভালো পারফর্ম করেছে। ও কিছুটা দুর্ভাগা, কেননা ওর বোলিংয়ে কিছু সহজ ক্যাচ মিস করেছি, নয়তো বোলিং ফিগারটা আরও সুন্দর দেখাতো। মাঝে মাঝে ভাগ্যও পাশে থাকা লাগে। বাংলাদেশের ভবিষ্যৎ তারকার একজন হতে পারে খালেদ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার