X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সমর্থকদের পাশে থাকার অনুরোধ মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১

সমর্থকদের পাশে থাকার অনুরোধ মাহমুদউল্লাহর গত দুইবার প্লেঅফ খেলা খুলনা টাইটানস এবার বিপিএল শেষ করলো হতাশা নিয়ে। ১২ ম্যাচে মাত্র দুটিতে জয়, সবার শেষ দল তারাই। দলের এমন পারফরম্যান্সে দর্শক ও সমর্থকদের কাছে হতাশা লুকাননি অধিনায়ক মাহমুদউল্লাহ। তবুও তাদের পাশে থাকার অনুরোধ করেছেন এই অলরাউন্ডার।

শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ম্যাচ ছিল খুলনার। অন্তত শেষটা জিতলে সমর্থকদের কিছুটা সান্ত্বনা দিতে পারতেন মনে করেন মাহমুদউল্লাহ, ‘দিন শেষে আমরা যখন ড্রেসিংরুমে ফিরি তখন জয়ের স্বাদ নিয়ে ফেরাটা সবচেয়ে ভালো লাগার হয়। আজকের ম্যাচটি জিততে পারলে ড্রেসিংরুমের পরিবেশটা ভালো থাকতো। সবাই একটু হাসিখুশি থাকতো। খুলনার সমর্থকদের মনে একটু হাসি ফুটতো। দিন শেষে খুশি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কেবল এটা চিন্তা করেই মাঠেন নেমেছিলাম। কিন্তু পারিনি বলে খারাপ লাগছে।’

এবার আশাহত করলেও মাহমুদউল্লাহ সমর্থকদের আশ্বাস দিলেন ভবিষ্যতে দারুণ কিছুর, ‘দল ভালো করেনি। তারপরও খুলনার সমর্থকরা সব সময় সমর্থন দিয়ে গেছে। তাদের কথা দিচ্ছি আমরা পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরবো। আমাদের সঙ্গেই থাকুন।’

মাত্র ৪ পয়েন্ট নিয়ে চলতি আসর থেকে বিদায় নিয়েছে। দলের শক্তি সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই অধিনায়কের, ‘পুরো মৌসুমে ব্যাটসম্যানরা সংগ্রাম করেছে। বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। পুরো টুর্নামেন্টে এটা হয়েছে। ব্যাখ্যা করতে করতে আমি নিজেও ক্লান্ত। তবে একটা কথা বলতে পারি, কাগজে কলমে আমরা শক্তিশালী না হলেও প্রভাব বিস্তার করার মতো খেলোয়াড় আমাদের দলে ছিল। আমরা কেবল পারফরম্যান্স করতে পারেনি। দলের সবার জন্য কঠিন সময় ছিল। হতাশা নিয়ে একটি টুর্নামেন্ট শেষ করলাম।’

খুলনার হয়ে গত দুই আসরে অসাধারণ খেলেছিলেন মাহমুদউল্লাহ নিজেই। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশামতো অবদান রাখতে না পারার আক্ষেপ তার কণ্ঠে, ‘ফ্র্যাঞ্চাইজি হিসেবে অসাধারণ তারা। সব সময় আমাদের সমর্থন দিয়ে গেছে। তাদের জন্য কিছু করতে পারিনি বলে ব্যক্তিগতভাবে আমি হতাশ। দলের কাছে প্রত্যাশা ছিল। কিন্তু গত দুই বছর যেভাবে খেলেছি, সেভাবে হয়নি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার