X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘সমকামী’ বলায় চার ওয়ানডে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪

জো রুটকে ‘সমকামী’ বলে নিষিদ্ধ শ্যানন গ্যাব্রিয়েল মাঠে অশালীন আচরণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সবসময়ই কঠোর। তবে শ্যানন গ্যাব্রিয়েলের বিষয়টি একটু ‘সাদামাটা’ই মনে হয়েছিল। কেননা যাকে ‘সমকামী’ বলেছিলেন এই পেসার, সেই জো রুট স্বাভাবিকভাবেই নিয়েছিলেন বিষয়টি। যদিও পার পাননি ক্যারিবিয়ান পেসার, তাকে চার ওয়ানডে নিষিদ্ধ করেছে আইসিসি।

বুধবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা গ্যাব্রিয়েলকে চার ওয়ানডে নিষিদ্ধের সঙ্গে জরিমানা করেছে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ। একই সঙ্গে তিনি পেয়েছেন ৩ ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের। স্টাম্প মাইকে ধরা পড়ে গ্যাব্রিয়েলের কোনও একটি কথায় জো রুটের উত্তর, ‘এই ধরনের কথা বলে অপমান করো না। সমকামী হওয়া কোনও দোষের নয়।’ অবশ্য ক্যারিবিয়ান পেসারের ঠিক কোন কথায় ইংলিশ অধিনায়ক এমনটা বলেছিলেন, সেটা বোঝা যায়নি। ওই ঘটনায় পর রুট জানিয়েছিলেন, খেলার মাঠে অনেক কিছুই হয়, তবে ‘গ্যাব্রিয়েল নিজেই অনুশোচনা করবে’ তার মন্তব্যের জন্য।

মাঠের ভেতরে স্লেজিংয়ে অনেক সময়ই অনেক ক্রিকেটার আপত্তিকর কথা বলে থাকেন। ‘খেলার অংশ’ হিসেবে তা বিবেচিত হয়, রুটের বক্তব্যে সেটারই ইঙ্গিত ছিল। তবে আইসিসি গ্যাব্রিয়েলের করা ‘সমকামী’ মন্তব্যকে হালকাভাবে নেয়নি। ইংলিশদের সেন্ট লুসিয়া টেস্ট জয়ের পর আইসিসি ক্যারিবিয়ান পেসারের বিরুদ্ধে অভিযোগ আনে এবং বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেয় ম্যাচ রেফারি জেফ ক্রো’র ওপর।

গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আনা ‘কোড অব কন্ডাক্ট’-এর ২.১৩ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। টেস্ট সিরিজ শেষে ইংলিশদের বিপক্ষে শুরুতেই ওয়ানডে সিরিজ থাকায় তিনি ৫০ ওভারের চারটি ম্যাচ খেলতে পারবেন না। গ্যাব্রিয়েল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন পড়েনি। ক্রিকইনফো  

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ