X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জিয়াউরের ব্যাটিং ঝড়ে ফাইনালে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ১৮:৩২আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:০৩

সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন জিয়া দারুণ শুরুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রানের লক্ষ্য দিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১৮২ রানের টার্গেট দিয়ে বোলিংয়েও দুর্দান্ত ছিল তারা। কিন্তু জিয়াউর রহমান সব হিসাব-নিকাশ পাল্টে দেন। তার ব্যাটিং বিস্ফোরণে ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ফাইনালে উঠেছে শেখ জামাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করে শাইনপুকুর। সাব্বির হোসেন ও অধিনায়ক আফিফ হোসেনের দারুণ ইনিংসের পর শুভাগত হোম ঝড়ে ৭ উইকেটে ১৮১ রান করে তারা। লক্ষ্যে নেমে ১৭.৪ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে শেখ জামাল।

এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯২ রান করে ২২ রানের জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শাইনপুকুর। টানা দ্বিতীয় ম্যাচে আরেকটি বড় স্কোরে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে তারা। শেখ জামালকে বিরাট লক্ষ্য দেওয়ার পর বোলিংয়েও দুর্দান্ত ছিল আফিফের দল। ৬৫ রানে ধানমন্ডি ক্লাবের ৫ উইকেট তুলে নেয় তারা।

নবম ওভারের শেষ বলে তানভীর হায়দার রানের খাতা না খুলে বিদায় নেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তখনই ক্রিজে নামেন জিয়াউর। অন্য প্রান্তে ছিলেন অধিনায়ক নুরুল হাসান। দুজনের ১১৭ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় শেখ জামাল। ২৯ বলে চারটি চার ও ৭টি ছয়ে ৭২ রান করেন ম্যাচসেরা জিয়াউর। ৩১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৪৩ রানে খেলছিলেন নুরুল।   

সোহরাওয়ার্দী শুভ শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে পান টিপু সুলতান ও দেলোয়ার হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় শাইনপুকুর। ইনিংসের ষষ্ঠ বলে মোহাম্মদ রাকিব শূন্য রানে ফিরে গেলে সাব্বির ও আফিফের ১১৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

আফিফকে ফিরিয়ে শক্ত এই জুটি ভাঙেন সালাউদ্দিন শাকিল। ৪১ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৫ রান করেন শাইনপুকুর অধিনায়ক। পরের ওভারে সাব্বিরও আউট হন ইলিয়াস সানির কাছে। ৪৭ রান করেন এই ওপেনার।

এরপর শুভাগতর ব্যাটিং ঝড়ে স্কোর বড় করে শাইনপুকুর। ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ৩১ রান করেন তিনি। ১৭ বলে ২৪ রান করে স্কোর বাড়িয়ে নেন তৌহিদ হৃদয়।

২৮ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার সালাউদ্দিন। এছাড়া দুটি করে নেন শহীদুল ইসলাম ও ইলিয়াস।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ