X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘খরুচে’ মিরাজের পাশে স্পিন বোলিং কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৬:২৩আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৬:২৩

মেহেদী হাসান মিরাজ হ্যামিল্টন টেস্টে লজ্জার রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট পেলেও ৪৯ ওভারে খরচ করেছেন ২৪৬ রান! তাইজুল ইসলামকে পেছনে ফেলে এখন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া বাংলাদেশি বোলার মিরাজ। কঠিন পরিস্থিতির মধ্যে থাকা এই স্পিনারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।

হাঁফ ছেড়ে বেঁচেছেন তাইজুল। এতদিন বাঁহাতি এই স্পিনারই ছিলেন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬৭.৩ ওভার বল করে তাইজুল দিয়েছিলেন ২১৯ রান। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে তাকে টপকে লজ্জার রেকর্ডটি নিজের করে নিয়েছেন মিরাজ।

যদিও বাজে দিন কাটানো শিষ্যের পাশে দাঁড়িয়েছেন স্পিন কোচ যোশি। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ বলেছেন, ‘উপমহাদেশের স্পিনাররা বাইরের কন্ডিশনে গিয়ে সবসময়ই চ্যালেঞ্জের মুখে পড়ে। এই ধরনের কন্ডিশনে স্পিনারদের সাফল্য পাওয়া কঠিন, বিশেষ করে মিরাজের মতো তরুণ স্পিনারদের। সে এখনও শিখছে। এই ধরনের কন্ডিশনে হরভজন (সিং)-(অনিল) কুম্বলের মতো বড় বোলারদেরও সংগ্রাম করতে হয়েছে। আমি মনে করি, মিরাজকে সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, ও ভালোভাবে ফিরতে পারবে।’

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশ কিউইদের অলআউট করা তো দূরে থাক, উল্টো পড়েছে রান পাহাড়ের নিচে। স্বাগতিকরা ৬ উইকেট ৭১৫ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। স্পষ্টই বোঝা যাচ্ছে মিরাজের সঙ্গে অন্য বোলারদেরও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। এ ব্যাপারে যোশির বক্তব্য, ‘যখন আপনি টপ অর্ডার ব্যাটসম্যানদের বিপক্ষে বল করবেন প্রথম দিনের উইকেটে, আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ ঠিক রাখতে হবে। স্পিনার হিসেবে প্রথম দিনের উইকেটে খুব বেশি কিছু করারও থাকে না। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করার পাশাপাশি পেসারদের সহায়তা করাই স্পিনারদের কাজ।’

নিউজিল্যান্ড সিরিজের আগে ছিল বিপিএল। খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টির টুর্নামেন্ট নিয়ে, তাই নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলার প্রস্তুতি সেভাবে নিতে পারেনি বাংলাদেশ। যদিও এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না যোশি। তামিমকে উদাহরণ করে তিনি বললেন, ‘এখানে আসার আগে আমাদের ভালো প্রস্তুতির দরকার ছিল। কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা সবাই বিপিএল খেলায় ব্যস্ত ছিল, যেটা আবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আমি কোনও অজুহাত দাঁড় করাচ্ছি না। তবে বিপিএল নিউজিল্যান্ড সিরিজের আদর্শ প্রস্তুতি নয়। তারপরও তামিম কিন্তু মানিয়ে নিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘মানিয়ে নেওয়াটা নিজের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে ক্রিকেটাররা কিভাবে নিজেদের দেখছে, কিভাবে প্রস্তুত করছে নিজেকে, কিভাবে নিজের মানসিকতায় বদল আনছে- এটাই গুরুত্বপূর্ণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া