X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি ভুলতে মাঠে মুমিনুল-সৌম্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ২১:০৩আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:১৭

মুমিনুল-সৌম্য জীবন হাতে নিয়ে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা! ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার দৃশ্য একেবারে সামনে থেকে দেখে আসা বাংলাদেশ দলের টেস্ট সদস্যদের মনে দাগ কেটে গেছে। ভয়ঙ্কর ওই পরিস্থিতি থেকে খেলোয়াড়দের বেরিয়ে আসতে মনোবিদের সাহায্যের প্রয়োজনীয়তাও দেখছে বিসিবি। যদিও মাঠের লড়াকু সৈনিকরা দুঃস্বপ্নের ঘোর কাটাতে ইতিমধ্যে নেমে পড়েছেন ২২ গজে।

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছেন নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট বাতিল হয়ে যাওয়ায় শনিবার রাতেই দেশে ফিরে আসে বাংলাদেশ দল। মাঝে দুই দিন বিরতি দিয়ে ডিপিএলে নেমে পড়েছেন ওই স্কোয়াডে থাকা কয়েক ক্রিকেটার।

তামিম ইকবাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘৩০ সেকেন্ড এদিক-ওদিক হলেই লাশ হয়ে’ ফিরতেন তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মাহমুদউল্লাহ বলেছিলেন, ‘আমরা খুব ভাগ্যবান।’ যদিও ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে আসা মেহেদী হাসান মিরাজের বক্তব্য ছিল, ‘তবুও তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে।’

মিরাজের কথাটাই ফুটে উঠলো মঙ্গলবারের ডিপিএলে। ‘স্বাভাবিক’ জীবনে ফিরতে মাঠে নেমে পড়েছেন ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি ভুলতে প্রিয় ব্যাট-বলকে আঁকড়ে ধরেছেন তারা। যেখানে মন্দ হয়নি সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের ফেরা। তাদের দল আবাহনী পেয়েছে টানা চতুর্থ জয়। ফতুল্লায় শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে তারা। শাইনপুকুরের ৯ উইকেটে করা ২০৩ রান ৫ উইকেট হারিয়ে টপকে যায় আবাহনী।

দলের জয়ের পথে টেস্ট ফরম্যাট থেকে ফিরে ৫০ ওভারের ম্যাচে একেবারে খারাপ করেননি সৌম্য, ওপেনিংয়ে নেমে ৫৭ বলে করেছেন ৩৩; মেরেছেন ১ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কা। তার আবাহনী সতীর্থ মিঠুন ১৮ বলে করেছেন ১৫। এই ম্যাচে শাইনপুকুরের ওপেনার সাদমান করেছেন ১৬।

মনের ভেতর ক্রাইস্টচার্চের রক্তাক্ত পথ উঁকি মারলেও মাঠের ভেতর তার ছাপ পড়তে দেননি মুমিনুল। নিউজিল্যান্ডে ব্যর্থ হলেও ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছেন তিনি স্বরূপে। লিজেন্ডস অব রূপগঞ্জের ৪ উইকেটের জয়ের পথে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ৫৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। মিরপুরে আব্দুল মজিদের সেঞ্চুরিতে (১০৭) মোহামেডানের ৭ উইকেটে করা ২৯৫ রান ৬ উইকেট হারিয়ে টপকে যায় রূপগঞ্জ।

বিকেএসপিতে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস মেথডে শেখ জামালকে ২৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিমন্যু ঈশ্বরন (১৩৩) ও এনামুল হকের (১০১) সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ৩৪৪ রান। জবাবে শেখ জামাল ৩৭.১ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস মেথডে জয় পায় প্রাইম ব্যাংক।

শেখ জামালের হয়ে খেলেছেন ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াডে থাকা তাইজুল ইসলাম। দল হারলেও নৃশংস ঘটনার পর বোলিংটা একেবারে খারাপ হয়নি, ১০ ওভারে ৫৭ রান দিয়ে এই স্পিনার পেয়েছেন ১ উইকেট।

শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। হামলার স্থান থেকে ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দলের বাস। তৃতীয় টেস্টের ভেন্যু হ্যাগলি ওভালের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়।

অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন দলের কয়েকজন। সেখানে তারা একটু আগে মসজিদে ঢুকলেই ঘটে যেতে পারতো স্মরণকালের নৃশংসতম ঘটনা। সংবাদ সম্মেলনের জন্য মসজিদে যেতে দেরি হওয়াতেই মূলত বেঁচে গেছেন ক্রিকেটাররা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করেন গোলাগুলির কথা জানিয়ে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। ওখান থেকে বাংলাদেশ দলকে বিশেষ নিরাপত্তায় নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর শনিবারের ফ্লাইটে দেশে ফেরেন টেস্ট দলের ক্রিকেটাররা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
১৭ অঞ্চলের তাপমাত্রা আজও ৪০ ডিগ্রির ওপরে, বেশি আর্দ্রতায় অস্বস্তি চরমে
১৭ অঞ্চলের তাপমাত্রা আজও ৪০ ডিগ্রির ওপরে, বেশি আর্দ্রতায় অস্বস্তি চরমে
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও