X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘একটি স্বপ্ন’ পূরণে উচ্চাকাঙ্ক্ষী ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ২২:৫৯আপডেট : ২৭ মে ২০১৯, ০০:২৪

রাসেল-লুইসরা স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ের র‌্যাংকিংয়ে ৮ নম্বরে থেকে বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের এই মঞ্চে পা রাখার আগে তাদের সুখস্মৃতি নেই বললেই চলে। র‌্যাংকিংয়ে নিচের দিকে তো বটেই, সম্প্রতি সাফল্য নেই তেমন একটা। এরপরও বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন পূরণের উচ্চাকাঙ্ক্ষা তাদের মনে।

বিশ্বকাপের আগে বাংলাদেশের কাছে ত্রিদেশীয় সিরিজ হেরেছে তারা। মাশরাফি মুর্তজাদের কাছে ফাইনাল সহ তিন ম্যাচের কোনোটি জিততে পারেনি ক্যারিবিয়ানরা। কিন্তু ক্রিস গেইল, এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে বিশ্বকাপ দলে ফিরে পেয়েছে তারা। এই পুরো শক্তির দল নিয়ে প্রত্যাশাকে ছাপিয়ে যেতে আশাবাদী উইন্ডিজ।

বিশ্বকাপের প্রথম দুটি আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আসরে খেলেছিল ফাইনাল। আর ওই সাফল্যের অধ্যায় তৈরি করা গ্রেট খেলোয়াড়রাই অনুপ্রাণিত করছে এইবার। ২০১২ ও ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টি জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এরই মধ্যে পেয়েছে তারা। এবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও এই অনুভূতি পেতে চায় গেইল-লুইসরা।

ইংল্যান্ডেই প্রথম দুটি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ফিরে এসেছে আরও একটি আসর। ওয়েস্ট ইন্ডিজের হাতে ট্রফি উঠছে, এই অনুভূতি রোমাঞ্চিত করছে ওপেনার লুইসকে, ‘এটা একটা স্বপ্ন। এই বিশ্বকাপ খেলতে পারলে প্রত্যেকে খুশি হবে। ২০১৬ সালে আমরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম, অনুভূতিটা ছিল অসাধারণ। এই বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য মুখিয়ে আমরা। আশা করছি আমরা সেই চূড়ায় পৌঁছাবো।’

তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অনুভূতি এখনও ভোলেননি কার্লোস ব্র্যাথওয়েট। আবারও সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই উইন্ডিজ অলরাউন্ডার, ‘দলের সঙ্গে এখানে আসতে পারা এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া আমার কাছে অনেক কিছু। আমি সবসময় বলেছি, ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে দেওয়া সেরা অনুভূতির এবং দারুণ ব্যাপার- তাও আবার বিশ্বমঞ্চে। ট্রফির জন্য সেরা দশটি দল লড়াই করতে যাচ্ছে, এটা বিশেষ কিছু।’

এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চান লুইস, ‘বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বড় মঞ্চ। এখানে আপনাকে নিজের মতো করে চাপহীন থেকে, নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। বড় স্কোর করে দলকে সম্ভাব্য সেরা অবস্থানে রাখা নিশ্চিত করতে হবে। এই টুর্নামেন্টে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। আমরা আশাবাদী।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে