X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘বল হাতে বড় ম্যাচে জ্বলে উঠবে সাকিব’

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৩ জুন ২০১৯, ২১:০৫আপডেট : ১৩ জুন ২০১৯, ২৩:০৫

‘বল হাতে বড় ম্যাচে জ্বলে উঠবে সাকিব’ ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন সাকিব আল হাসান। যদিও বল হাতে সেরা সাকিবকে পাওয়া যায়নি এখনও। ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রান খরচ করলেও ছিলেন তিনি উইকেটশূন্য। যদিও বড় ম্যাচে বোলিংয়েও সেরা সাকিবকে পাওয়ার আশা বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশির।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট এই ভারতীয় কোচ। তিন ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। এছাড়া সাকিবের ৩টি ও মোসাদ্দেক হোসেনের শিকার ২ উইকেট। স্পিনারদের পারফরম্যান্সে তাই সন্তুষ্টি ঝরেছে যোশির কণ্ঠে।

তিন ম্যাচের একটিতে সেঞ্চুরি ও দুটিতে হাফসেঞ্চুরি করে বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রাহক সাকিব। ব্যাটিংয়ের মতো বোলিংটা তেমন না হলেও গত কয়েক ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার টিম হোটেলের লবিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই স্পিনারকে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছেন যোশি।

তিনি বলেছেন, ‘স্পিন কোচ হিসেবে আমি অনেক আনন্দিত। সাকিব-মিরাজ দারুণ বল করছে। মোসাদ্দেকও তার কাজটা ঠিকভাবে করছে। ব্যাটিংয়ের মতো সাকিবের বোলিংটাও পাওয়া যাবে। আশা করি বড় ম্যাচে সাকিব বোলিংয়ে প্রতিপক্ষকে কঠিন সময় উপহার দেবে।’

ইংলিশ কন্ডিশনে বাংলাদেশের স্পিনাররা চ্যালেঞ্জ জয় করতে পেরেছে বলে মনে করছেন ভারতীয় সাবেক এই স্পিনার, ‘আমার মনে হয় ইংলিশ কন্ডিশন প্রতিটি বোলারদের জন্যই চ্যালেঞ্জের। আমাদের স্পিনাররাও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং লড়াই করেছে।’

টন্টনের উইকেটে স্পিনারদের সাহায্য পাওয়াটা কঠিন। বুধবার পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে নিয়মিত কোনও স্পিনারই একাদশে ছিলেন না। বাংলাদেশ কী ভাবছে? যোশি বললেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমাদের কাজ করতে হবে। কেননা স্পিন আক্রমণ আমাদের মূল অস্ত্র। আবহাওয়া প্লাস কন্ডিশন মাথায় রাখতে হবে। স্পিনারদের পরামর্শ দেওয়া আছে। তারা জানে কী করতে হবে। এটা গোপন ব্যাপার, আলোচনা করার সুযোগ নেই। আমি মনে করি আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। মিডলে কোন ব্যাটসম্যান থাকবে, অনেক কিছুর ওপর নির্ভর করেই আমাদের স্পিন আক্রমণ সাজাতে হবে। অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্ট বিষয়টি পর্যালোচনা করবেন।’

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। যোশি অবশ্য পেছনে ফিরে তাকাতে চান না, ‘আমরা তো আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করতে পারব না। আমাদের মাঠের কাজটা করতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিততে মুখিয়ে আছি।’

টন্টনে এসে দুই দিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রস্তুতি শুরু করবে মাশরাফিরা। অবকাশ যাপনের সময়টা কাজে দেবে বলে মনে করছেন যোশি, ‘খেলোয়াড়রা খুব সতেজ মনে আছে। দুই দিনের বিরতি দলকে মানসিক প্রশান্তি দেবে, যা আমাদের পরের ম্যাচ খেলতে সহায়তা করবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র