X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন ফিঞ্চ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৮:১১আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:১২

ফিঞ্চ ও ওয়ার্নার চারটি উদ্বোধনী জুটি বিশ্বকাপে টানা ৪ ম্যাচ পঞ্চাশ ছাড়ানো স্কোর করেছিলেন। এবার তাদের টপকে গেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। টানা ৫ ম্যাচ তাদের জুটি পঞ্চাশোর্ধ্ব স্কোর করেছে এই বিশ্বকাপে।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ব্যাট করতে নেমে ১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ফিফটিতে পৌঁছায় অস্ট্রেলিয়া। তাতে প্রথম জুটি হিসেবে বিশ্বমঞ্চে টানা ৫ ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ওয়ার্নার ও ফিঞ্চ। এই জুটি শেষ পর্যন্ত ভেঙেছে ১২৩ রানে পৌঁছানোর পর।

ভারতের কাছে ৩৬ রানে হারের ম্যাচে দুই ওপেনারের জুটি ছিল ৬১ রানের। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একশ রান ছাড়িয়ে যায় ফিঞ্চ-ওয়ার্নারের উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের জুটি ছিল তাদের। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ৯৬ রান তুলে তাদের জুটি বিচ্ছিন্ন হয়। কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হয়নি তাদের পঞ্চাশ ছাড়ানো জুটি।

বিশ্বকাপে টানা ৪ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো চারটি উদ্বোধনী জুটি হলো- গ্রায়েম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে (১৯৮৩), জিওফ মার্শ ও ডেভিড বুন (১৯৮৭-৯২), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (১৯৯৬), অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেইডেন (২০০৩-০৭)।

বিশ্বকাপে দুই ওপেনারের সম্মিলিত রানের রেকর্ড ভাঙার পথে আছেন ফিঞ্চ ও ওয়ার্নার। এই টুর্নামেন্টে তাদের জুটি ৬০০ রান ছাড়িয়েছে। এখনও গ্রুপের দুই ম্যাচ বাকি, নকআউটের দৌড়েও ভালোভাবে এগিয়ে তারা। রেকর্ডটি আছে তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার দখলে, ২০১১ বিশ্বকাপে তারা ৮০০ রানের মাইফলক স্পর্শ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ