X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অ্যাশেজের লর্ডস টেস্টে জায়গা হারালেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২২:৫৭

মঈন আলী এজবাস্টন টেস্ট একেবারেই ভালো যায়নি মঈন আলীর। ব্যাট-বলে খারাপ সময় কাটানো এই অলরাউন্ডার বাদ পড়েছেন অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার জ্যাক লিচ।

এজবাস্টন টেস্টে মঈন আলী দুই ইনিংসে ১৭২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ব্যাট হাতে করেছেন মাত্র ৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ২৫১ রানে হারের পর লর্ডস টেস্টে আর তাকে বিবেচনায় আনেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।   

তার জায়গায় সুযোগ পেয়েছেন লিচ। ৫ টেস্ট খেলা এই স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও সুযোগ পাননি অ্যাশেজের প্রথম টেস্টে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৯২ রানের ইনিংস খেলে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এবার লর্ডস টেস্ট দিয়ে ইংল্যান্ড দলের দরজা আবার খুলে গেছে তার।

১৪ আগস্ট শুরু হতে যাওয়া লর্ডসের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষায় জোফরা আর্চার। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান তিনি। তবে সাসেক্সের সেকেন্ড ইলেভেন দলের হয়ে বল হাতে ২৭ রানে ৬ উইকেট ও ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরিতে ফিটনেসের সঙ্গে নিজের সামর্থ্যের জানান দিয়ে রেখেছেন তিনি। তাছাড়া ইনজুরিতে জেমস অ্যান্ডারসন না থাকায় ইংল্যান্ডের হয়ে আর্চারের অভিষেক এখন সময়ের অপেক্ষা। বিবিসি

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডিনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ