X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিপিএল থেকে বাদ সেন্ট লুসিয়া স্টার্স

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ১৯:০৩আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৯:০৩

সেন্ট লুসিয়া বাদ পড়ায় ড্যারেন স্যামিদের ভাগ্য এখন হলো অনিশ্চিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে বাদ পড়লো সেন্ট লুসিয়া স্টার্স। ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের সপ্তম আসরে স্টার্স নামে অংশ নিতে পারবে না। গত ৭ আগস্ট সিপিএল লিমিটেড দলটির সঙ্গে রয়্যাল স্পোর্টস ক্লাব এলএলসির (ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান) অংশগ্রহণকারী চুক্তি বাতিল করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিলেও দলটিকে ছাঁটাইয়ের কারণ স্পষ্ট করে জানায়নি সিপিএল। সেখানে কেবল বলা হয়েছে, সেন্ট লুসিয়া ভিত্তিক একটি নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠা ও পরিচালনার প্রক্রিয়া চলমান, যারা ২০১৯ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেবে।’

সেন্ট লুসিয়া জুকস নামে ২০১৩ সালে সিপিএলের প্রথম মৌসুমে অভিষেক হয়েছিল দলটির। তবে ২০১৭ সালে তারা নাম পাল্টে হয়ে যায় সেন্ট লুসিয়া স্টার্স। রয়্যাল স্পোর্টস ক্লাব তাদের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন করেছিল। শোনা যাচ্ছে, পাওনা পরিশোধ না করার কারণে তারা সিপিএলে কোনও দলের মালিকানা ধরে রাখার অধিকার হারাতে যাচ্ছে।

সিপিএলের এই সিদ্ধান্তে হতাশ র‌য়্যাল স্পোর্টসের মালিক ও প্রধান নির্বাহী জয় পান্ডিয়া। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘সিপিএলের সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে আমরা পুরোপুরি দ্বিমত পোষণ করছি এবং সিপিএলের এই অন্যায় আচরণের প্রতিক্রিয়া আমরা জানাতে কাজ করবো।’

আগামী ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের নতুন আসর। ছয় দলের এই প্রতিযোগিতায় গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল সেন্ট লুসিয়া। সিপিএলে দলটির সেরা সাফল্য ২০১৬ সালে, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে শেষ করা সেন্ট লুসিয়া অবশ্য হেরে যায় এলিমিনেটরে।

ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামসের মতো স্থানীয় তারকাদের নিয়ে এবার সিপিএল শুরু করার কথা ছিল সেন্ট লুসিয়ার। বিদেশি খেলোয়াড় হিসেবে চুক্তি করেছেন লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা ও ফাওয়াদ আহমেদ। দলটি ছাঁটাই হওয়ায় তাদের ভাগ্যে এবার কী আছে, এখনও অজানা। ক্রিকইনফো, উইজডেন

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?