X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পদত্যাগ করবেন না কোয়াবের সভাপতি দুর্জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২১:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৫৭

কোয়াবের সংবাদ সম্মেলন ১১ দফা দাবিতে কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্তি চান সাকিব-তামিমরা। এমনকি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগও চান তারা। সোমবার এক টকশোতে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগের আভাস দিলেও মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয় জানালেন, পদত্যাগ করবেন না তিনি। বরং চলমান প্রক্রিয়ার মাঝেই নতুন নেতৃত্ব চান সংগঠনটিতে!

বিসিবির সভা শেষে অনুষ্ঠিত হয় কোয়াবের সংবাদ সম্মেলন। যেখানে পদত্যাগ না করার ইঙ্গিত দিয়ে সংগঠনটির সভাপতি ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমাদের না চাইলে চলে যাবো। আমরা এটা আঁকড়ে ধরে থাকতে চাইও না। নতুন নেতৃত্ব এলেই ভালো। কিন্তু সবকিছু অন দ্য প্রসেসে আসতে হবে।’

কোয়াব শুধু বর্তমান ক্রিকেটারদের সংগঠন নয় জানিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক বলেন, ‘কোয়াব তাদের (বর্তমান ক্রিকেটারদের) জন্য কাজ করছে না, এটা তারা মনে করছে। কিন্তু এটা কেবল তাদের সংগঠন নয়। এটা সাবেক-বর্তমান সব ক্রিকেটারের সংগঠন। আমরা সব সময় কিছু কিছু দাবি বোর্ডে উপস্থাপন করেছি। কাজেই এসব জায়গায় প্রশ্ন তোলা দুঃখজনক।’

ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘আমরা অবশ্যই চাই খেলোয়াড়রা মাঠে ফিরে আসুক। আমাদের অনুরোধ থাকবে তারা যেন মাঠে ফিরে আসে। তাদের ফোন দিয়ে পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার মতো দেশে কিন্তু ক্রিকেটাররা ক্যাম্প বর্জন করেনি। খেলা চালিয়ে গিয়েও আন্দোলন করা যায়।’

কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বর্তমান ক্রিকেটারদের কেউ দায়িত্ব নিতে রাজি নয়, “তিন বছর ধরে বলছি, ‘তোমরা আসো, নির্বাচন করো।’ কিন্তু তারা (বর্তমান ক্রিকেটাররা) কেউ আসে না। এটা কি আমাদের দোষ? তারা শুধু নিজেদের সমস্যা নিয়ে ভাবে। বেতন বাড়ানোর কথা বলে, বিভিন্ন সমস্যার কথা বলে। কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না। আজকে আমি আর দুর্জয় না থাকলে  আমরা যে ফাইট করছি সেটা কেউ করতে পারতো না। আমি আর দুর্জয় বোর্ড পরিচালক বলেই আমরা ক্রিকেটারদের হয়ে ফাইট করতে পারছি। কিন্তু কেউ তো সে কথা বলে না।”

/আরআই/এফআইআর/এএআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি