X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

যে কারণে আইপিএলে ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯

মোস্তাফিজুর রহমান ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলেই চোট পান, তাতে জাতীয় দলে সুযোগ হয় না’- মোস্তাফিজুর রহমানের ব্যাপারে গত বছরের জুলাইয়ে এই আক্ষেপ প্রকাশ করেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আইপিএল, পিএসএল সহ দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কাটার-মাস্টারকে দুই বছরের জন্য খেলতে নিষেধ করেছিলেন তিনি। এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে দেশের ক্রিকেট বোর্ড। ফর্মে ফেরার সুযোগ করে দিতে তাকে আইপিএলের ছাড়পত্র দেওয়া হয়েছে জানালেন আকরাম খান।

আইপিএলের নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধনের খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম, ‘মোস্তাফিজকে আমরা নিলামে নাম নিবন্ধনের অনুমতি দিয়েছি। যদি তাকে কেউ দলে নেয়, তাহলে আমরা খেলার ছাড়পত্র দিবো। ওর ফর্ম নিয়ে আমরা ভাবনায় আছি। আইপিএল খেলে ফর্ম ফিরে পেলে, সেটি আমাদের জন্য খুব ভালো হবে।' আগামী ১৯ ডিসেম্বরের আইপিএল নিলামে মোস্তাফিজ ছাড়াও জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও ৫ ক্রিকেটার- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। 

মোস্তাফিজ ইনজুরি প্রবণতা এখন কাটিয়ে উঠেছেন বলেই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বললেন আকরাম, ‘একটা সময় বেশির ভাগ চোটই মোস্তাফিজ পেতো ফ্র্যাঞ্চাইজি লিগে, এজন্য আমরা তাকে এই ধরনের টুর্নামেন্টে খেলতে নিষেধ করেছিলাম। এখন তাকে অনেক দৃঢ় মনে হচ্ছে এবং অনেক দিন ধরে সে খেলে যাচ্ছে (কোনও গুরুতর ইনজুরি ছাড়াই)।’

কিন্তু মোস্তাফিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। সম্প্রতি ভারতে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ছিলেন ব্যর্থ। তিন ম্যাচে মাত্র ১ উইকেট এবং ইকোনমি রেট ছিল ৯.৫১। আকরামের বিশ্বাস, আইপিএলে সুযোগ পেলে ফর্মও ফিরে পাবেন এই বাঁহাতি পেসার। তিনি বলেছেন, ‘জাতীয় ক্রিকেট লিগ খেলেছে সে এবং ভারত সফরেও ছিল। যদি সবকিছু ঠিক রাখতে পারে তাহলে ইনজুরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সত্যি কথা বলতে, আমরা তার ফর্ম নিয়ে শঙ্কিত। কারণ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বোলার সে। যদি সে আইপিএলে সুযোগ পায় এবং সেখানে খেলে ফর্ম পুনরুদ্ধার করতে পারে তাহলে সেটা হবে আমাদের জন্য দারুণ ব্যাপার।’ ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে