X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শান্ত-আফিফের হাফসেঞ্চুরিতে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:১৮

নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি) প্রত্যাশিত জয়ে এসএ গেমস ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (শনিবার) নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের হাফসেঞ্চুরিতে নেপালকে ৪৪ রানে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তাতে টানা তৃতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখে সোনার লড়াইয়ের মঞ্চে পা রাখলো বাংলাদেশ।

কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান জমা করে স্কোরে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১১ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দুজনই ফিরেছেন ৬ রান করে। সাইফ হাসানও হতাশ করেছেন, চার নম্বরে নেমে এই ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যর্থতার মাঝে আলো ছড়িয়েছেন অধিনায়ক শান্ত ও আফিফ।

১৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরও বাড়ে ১৪ রান করে ইয়াসির আলী প্যাভিলিয়নে ফিরলে। এরপরই শুরু শান্ত-আফিফের প্রতিরোধ। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তারা। একপ্রান্ত আগলে রেখে শান্ত খেলেছেন হার না মানা ৭৫ রানের ইনিংস। ৬০ বলের ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

দুই বল বাকি থাকতে আউট হওয়া আফিফ ছিলেন আরও ভয়ঙ্কর। ২৮ বলে খেলে যান ঝড়ো ৫২ রানের ইনিংস। ৬ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।

নেপালের সবচেয়ে সফল বোলার পারাস খড়কা। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন তিনি ৩ উইকেট। ২ উইকেট শিকার দীপেন্দ্র সিংয়ের।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েন নেপালের ব্যাটসম্যানরা। মাত্র তিন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। যেখানে সর্বোচ্চ ৪৩ রান এসেছে ওপেনার গায়ানেন্দ্রো মালার ব্যাট থেকে।

নেপালকে অল্পতে আটকে রাখতে বাংলাদেশের চার বোলার- সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার ও মেহেদী হাসান প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।

লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকালের এই ম্যাচের পর সোমবারের ফাইনালেও মুখোমুখি দল দুটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি