X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ছয় ছক্কায় সোবার্সদের পাশে কার্টার

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:১৪

লিও কার্টার নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ২২০ রানের লক্ষ্য পেয়েছিল ক্যান্টারবুরি কিংস। এত বড় লক্ষ্য ৭ বল হাতে রেখেই জিতে গেলো তারা, ৭ উইকেটে দলকে জেতানোর পথে দুর্লভ কীর্তি গড়লেন লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশ টি-টোয়েন্টিতে বাঁহাতি ব্যাটসম্যান এক ওভারে ছয়টি ছক্কা মেরে গ্যারি সোবার্স ও যুবরাজ সিংদের সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন।

প্রথম নিউজিল্যান্ডার ও সপ্তম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন কার্টার। যুবরাজ সিং (২০০৭), রস হোয়াইটলি (২০১৭) ও হযরতউল্লাহ জাজাইয়ের (২০১৮) পর টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি ২৫ বছর বয়সীর। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রী এবং ওয়ানডেতে হার্শেল গিবস ওভারের ছয়টি বলই সীমানা পার করেন শূন্যে ভাসিয়ে।

৭ উইকেট হাতে রেখে ৩০ বলে ৬৪ রান দরকার ছিল ক্যান্টারবুরি। অপেক্ষা বাড়াননি কার্টার। ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার অ্যান্টন ডেভচিচকে টানা ছয়টি ছয় মারেন। হ্যাগলি ওভালে লেগ সাইডে চমৎকার কয়েকটি শটে এ কীর্তি গড়েন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৪১.৩৭!

২৯ বলে ৩টি চার ও ৭টি ছয়ে সাজানো ছিল কার্টারের অপরাজিত ৭০ রানের ইনিংস। ২২ ইনিংসে এটি তার প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। ২০১৪ সালে ক্যান্টারবুরির হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয়। ২৫টি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট ‘এ’ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছয় ছক্কা হাঁকিয়ে কার্টার অভিভূত, ‘আমি শুধু চেয়েছিলাম যতটা জোরে বল মারা যায়। বাউন্ডারি কিছুটা ছোট ছিল, এজন্য ধন্যবাদ।'

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি