X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সিরিজ জয়ের আশা মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩১

অনুশীলনে মাহমুদউল্লাহ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় মাহমুদউল্লাহদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। আজ (বৃহস্পতিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে যাওয়া-আসার সময়ও নিরাপত্তা বেষ্টনীতে ছিল বাংলাদেশ দল। বোঝাই যাচ্ছে কতটা নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। অবশ্য মাহমুদউল্লাহ মাঠের ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবছেন না। আর প্রতিপক্ষের মাঠে তার লক্ষ্য শুধুই সিরিজ জয়।

গত বছর তুলনামূলক দুর্বল দল নিয়েও পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলেও নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে যে দলটি গিয়েছে, সেটাও কোনও অংশে পিছিয়ে নেই। মাহমুদউল্লাহ কিন্তু স্বাগতিকদের সমীহই করছেন, ‘জানি না আমরা ফেবারিট কিনা। আমরা অনেক দিন পর পাকিস্তানে এসেছি। নিজেদের মাটিতে পাকিস্তান খুব ভালো দল। ওরা খুব শক্তিশালী এই ফরম্যাটে (টি-টোয়েন্টিতে)। আপনি যদি র‌্যাঙ্কিংয়ের হিসাবটা দেখেন, এটা কিন্তু ভিন্ন কথা বলে।’

এরপরও সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আমি খুব আশাবাদী আমার দল নিয়ে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারব। আর সিরিজ জেতার ব্যাপারেও আমি খুব আশাবাদী।’

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাহমুদউল্লাহ, ‘আমি মনে করি বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফরটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে, জয়ের ধারায় থাকতে হবে এবং সিরিজগুলো জিততে হবে। এটা আমাদের সবার জন্য অনেক বড় সুযোগ, লম্বা সময় পর পাকিস্তানে সিরিজ জেতা। এই সিরিজ নিয়ে সেভাবেই চিন্তা করছি।’

মোহাম্মদ আমির-ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই পাকিস্তান দলে। এটা কি স্বস্তির— এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি বিষয়টা সেভাবে দেখি না। আমির ও ওয়াহাব পাকিস্তানের অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আমার মনে এটা পাকিস্তানি অন্য ক্রিকেটারদের জন্য সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। আমি বলে আসছি, এইসব না ভেবে শুধুমাত্র আমাদের শক্তি ও সামর্থ্য নিয়ে চিন্তা করার উচিত। পাকিস্তানে কে খেলছে, আর কে খেলছে না- সেটা নিয়ে আমাদের ভাবনা নেই।’

পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরটি একসঙ্গে করছে না বাংলাদেশ। তিন ভাগে তারা পাকিস্তান সফর করবে। প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে, একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

তিন দফায় খেলার কারণে কি পারফরম্যান্সে কোনও প্রভাব পড়তে পারে? সাকিবের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, ‘আমরা এখন শুধু তিনটি টি-টিয়েন্টি খেলতে এসেছে। এই মুহূর্তে এটা নিয়েই শুধু চিন্তা করছি। পরেরবার আসলে বলতে পারব কেমন অনুভব হচ্ছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ