X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টেস্ট দলে টিকে থাকার চেষ্টায় নাজমুলের ২৫৩

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে উদ্ভাসিত নাজমুল পাকিস্তান থেকে দেশে ফিরেই নেমে পড়েছেন মাঠে। সাড়ে তিন দিনে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে খুব খারাপ করেননি, ৪৪ আর ৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। বাংলাদেশ ক্রিকেট লিগে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স নাজমুল হোসেনের। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তিনি ২৫৩ রানে অপরাজিত। বাঁহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে মধ্যাঞ্চলের সামনে জয়ের হাতছানি।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ১২২ রানে তৃতীয় দিন শুরু করা নাজমুল ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান লাঞ্চের পরে। তাকে আউটই করতে পারেনি দক্ষিণাঞ্চল। ক্রিজে ছিলেন সাড়ে ছয় ঘণ্টারও বেশি, ৩৯৬ মিনিট। ৩১০ বলের ইনিংসটা সাজানো ২৫ চার আর ৯ ছক্কায়। চার-ছক্কার জোয়ারে স্ট্রাইক রেটও দারুণ—৮১.৬১। পরিসংখ্যানেই পরিষ্কার, কতটা প্রাধান্য বিস্তার করেছেন দক্ষিণাঞ্চলের বোলারদের ওপরে।

২১ রানে দুই ওপেনারকে হারালেও নাজমুলের ব্যাটে পথ হারায়নি তার দল। নাজমুলকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাকিবুল হাসান (৩৯) আর জাবিদ হোসেন (৩৬)। তাই ৮ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল।

প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ ২৩৫ রান। জবাবে ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ঘোষণা করে বিস্ময়ের জন্ম দিয়েছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়ে দক্ষিণাঞ্চল অবশ্য বিপাকে।

৫০৭ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে তাদের স্কোর ১৫৯/৪। ওপেনার এনামুল হকের ৮৩ রানের পর লড়াই চালিয়ে যাচ্ছেন ৪৪ রানে অপরাজিত শামসুর রহমান। সোমবার শেষ দিনে ৬ উইকেট হাতে নিয়ে ৯০ ওভার টিকে থাকতে পারবে দক্ষিণাঞ্চল?

/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে