X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শুরু বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভাল

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

রাজশাহীতে শুরু হলো কার্নিভাল ক্রিকেট রাজশাহীতে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করা হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে মুজিবর্ষ উপলক্ষে ট্রফির উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।



রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় গ্রেট লিডার ৬ উইকেটে হারায় সুপার হিরোকে। টস জিতে গ্রেট লিডার অধিনায়ক আবু সালেহ মো. ফাত্তাহ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সুপার হিরোকে। নির্ধারিত ২০ ওভারে সুপার হিরো ৫ উইকেটে ১৩৩ রান করে। দলের পক্ষে সোহান ৩৬ ও মিলন ২৩ রান করেন। গ্রেট লিডারের ডলার ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্রেট লিডার ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান করে। দলের পক্ষে বাপ্পি অপরাজিত ৪১ ও রাজিব অপরাজিত ৩৫ রান করেন। সুপার হিরোর মাহি ও সোহেল ১টি করে উইকেট নেন।

খেলা শেষে ম্যাচসেরার ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক লুৎফর রহমান।
দিনের অন্য খেলায় ডায়নামিক কিং ৬ উইকেট হারায় দ্য ফাইটারকে। টস জিতে ডায়নামিক কিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২২ রান করে দ্য ফাইটার। দলের পক্ষে আহসান হাবীব অপু ২৭ ও সুমন ১৭ রান করেন। ডায়নামিক কিংয়ের রানা ৪ রানে ২টি উইকেট নেন।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ডায়নামিক কিং। দলের পক্ষে আযম অপরাজিত ৪১ ও আশিক ১৯ রান করেন। দ্য ফাইটারের রাজু ও সৌরভ একটি করে উইকেট নেন। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার আযমকে দেন রাজশাহী দলের সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম রানা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে