X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানের মেয়েদের। কিন্তু পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো দুর্দান্ত জয়ে। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বিসমাহ মারুফের দল।

আজ ক্যানবেরায় শুরুতে বোলিংয়ে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রানের বেশি করতে দেয়নি। এরপর ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ১০ বল আগেই জয় নিশ্চিত করে পাকিস্তানের মেয়েরা।

দিয়ানা বেগের তোপে ২৮ রানে ৩ উইকেট হারায় টস জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ান মেয়েরা। পাকিস্তানি পেসার প্রথম বলেই উইকেট উদযাপন করেন হেলি ম্যাথুজকে বিদায় করে। খানিক পর ফেরান আরেক ওপেনার লি-অ্যান কিরবিকে (১৬)। তার উইকেট উৎসবে নিদা দার যোগ দিলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন দিন্দ্রা ডটিন।

শুরুর ওই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর ও শেমিন ক্যাম্পেবেলের চতুর্থ উইকেটে গড়া ৬৩ রানের জুটিতে। কিন্তু ৩৬ বলে ২ চার ও ২ ছক্কায় ঝড়ো ৪৩ রান করে ক্যাম্পেবেল আউট হলে আবার বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। নিদার শিকার হয়ে টেলরও ফেরেন ৪৩ রানে।

পাকিস্তানের সফলতম বোলার দিয়ানা বেগ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন নিদা ও আইমান আনোয়োর।

১২৫ রানের লক্ষ্যে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার মুনিবা আলী ও জাভেরিয়া খান। উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে তারা যোগ করেন ৫৮ রান। জাভেরিয়া ২৮ বলে ৬ বাউন্ডারিতে খেলে যান ৩৫ রানের ইনিংস। আর আউট হওয়ার আগে মুনিবার করেন ২৫ রান।

তাদের বিদায়ের পর পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক বিসমাহ মারুফ ও নিদা। বিসমাহ ৩৭ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৩৮ রানে। আর জয় নিশ্চিতের সময় নিদার নামের পাশে ছিল ১৮ রান।

পাকিস্তানের দুটি উইকেট নিয়েছেন টেলর ও আফি ফ্লেচার। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের জাভেরিয়া।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি