X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভারতের মেয়েদের ‍চারে চার

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছে ভারতের মেয়েরা সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের আগেই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা চতুর্থ জয়ে এবার গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে গেল ভারত। আজ (শনিবার) ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে হারমানপ্রিত করের দল।

মেলবোর্নের জংশন ওভালে শ্রীলঙ্কা নারী দল ২০ ওভারে ৯ উইকেটে করে ১১৩। সহজ লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২ বল আগেই টপকে গেছে ভারত। টানা চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে তারা হয়েছে গ্রুপসেরা। সমান্তরালে টানা তিন হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লঙ্কান মেয়েরা। এই গ্রুপ থেকে শেষ চারের অন্য জায়গায় লড়াইয়ে এখন সমান ৪ পয়েন্ট থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের।

রাধা যাদবের ঘূর্ণির সামনে টস জয়ী শ্রীলঙ্কার চার ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। যেখানে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ বলের ইনিংসতে মেরেছেন ৫ বাউন্ডারির সঙ্গে এক ছক্কা। ধস নামা ব্যাটিংয়ে শেষ দিকে কাভিশা দিলহারি ১৬ বলে অপরাজিত ২৫ রান করলে ১১৩ পর্যন্ত যায় শ্রীলঙ্কার স্কোর।

ম্যাচসেরার পুরস্কার জেতা রাধা ৪ ‍ওভারে ২৩ রানে নেন ৪ উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড় ২ উইকেট নিয়েছেন ১৮ রান দিয়ে।

শেফালি ভার্মার ৪৭ রানের ইনিংসে ১১৪ রানের লক্ষ্যটা সহজেই পেরিয়ে গেছে ভারত। ভারতীয় ওপেনার ৩৪ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ১ ছয়ে। আরেক ওপেনার স্মৃতি মন্ধনা ১২ বলে করেন ১৭। অধিনায়ক হারমানপ্রিত ব্যাট থেকে আসে ১৫ রান। এরপর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জেমিমা রড্রিগস (১৫*) ও দিপ্তি শর্মা (১৫*)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ