X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মেহেদী এনে দিলেন তৃতীয় উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৯:০৩আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:১০

মেহেদী হাসান মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সফরকারীদের স্কোর ১৪ ওভারে ৩ উইকেটে ৭৮ রান।

উইকেট উদযাপন করেও হতাশায় ডুবতে হয়েছিল মেহেদী হাসানকে। রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ক্রেগ আর্ভিন। তবে এবার আর হতাশ হতে হয়নি। জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসকে আউট করে উৎসবে মাতলেন মেহেদী।

উইকেটকিপার মুশফিকুর রহিমের স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন উইলিয়ামস। মন্থর শুরুর পর বেশিদূর যেতে পারেননি তিনি, ৮ বলে করেন ৩ রান। তার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।

বোলিংয়ে এসেই আফিফের উইকেট

বল হাতে নিয়েই উইকেট উৎসবে মাতলেন আফিফ হোসেন। নিজের প্রথম বলেই এই স্পিনার ফিরিয়েছেন ক্রেগ আর্ভিনকে।

দ্রুত প্রথম উইকেট হারানোর পর জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায় আর্ভিন ও ব্রেন্ডন টেলরের জুটিতে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫০ ছাড়ানো জুটি। অবশেষে তাদের প্রতিরোধ ভাঙলেন আফিফ বোলিংয়ে এসেই। ডানহাতি স্পিনারের বলে তিনি লং অনে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। যাওয়ার আগে ৩৩ বলে করেন ২৯ রান।

আল-আমিনের প্রথম শিকার

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন আল-আমিন হোসেন। জিম্বাবুইয়ান ওপেনার টিনাশে কুমুনুকাম্বেকে আউট করেছেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিকে একাদশের বাইরে ছিলেন আল-আমিন। শফিউল ইসলামের জায়গায় আজ সুযোগ পেয়ে শুরুতেই উইকেট উদযাপন করলেন তিনি। ১০ রান করা কুমুনুকাম্বেকে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে ফিরিয়েছেন প্যাভিলিয়নে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জেতায় আজ (বুধবার) সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের।

বিশ্রামে তামিম, হাসানের অভিষেক

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। আর বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সব মিলিয়ে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। ৩ উইকেট পাওয়া আমিনুল ইসলামের জায়গায় ঢুকেছেন অভিষিক্ত হাসান মাহমুদ। আর শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন আল-আমিন হোসেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ