X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এবার উইকেট পেলেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৯:১৪আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:২১

মোহাম্মদ সাইফউদ্দিন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সফরকারীদের স্কোর ১৬.১ ওভারে ৫ উইকেটে ৯৭ রান।

উইকেটের খাতা খুললেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেসার আউট করেছেন সিকান্দার রাজাকে। যদিও বোলারের কৃতিত্বের চেয়ে এই আউটে ব্যাটসম্যানের অবদানই বেশি!

স্লোয়ার ডেলিভারি মোটেও ঠিকঠাক হয়নি সাইফউদ্দিনের। সিকান্দার লেগ স্টাম্পের বাইরের লুজ বলটি টেনে মারতে চাইলেন, কিন্তু বল তার ব্যাটে ঠিকমতো লাগলো না। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ দেন তিনি আল-আমিন হোসেনের হাতে। তাতে ১০ বলে শেষ হয় তার ১২ রানের ইনিংস।

মেহেদী এনে দিলেন তৃতীয় উইকেট

উইকেট উদযাপন করেও হতাশায় ডুবতে হয়েছিল মেহেদী হাসানকে। রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ক্রেগ আর্ভিন। তবে এবার আর হতাশ হতে হয়নি। জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসকে আউট করে উৎসবে মাতলেন মেহেদী।

উইকেটকিপার মুশফিকুর রহিমের স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন উইলিয়ামস। মন্থর শুরুর পর বেশিদূর যেতে পারেননি তিনি, ৮ বলে করেন ৩ রান। তার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।

বোলিংয়ে এসেই আফিফের উইকেট

বল হাতে নিয়েই উইকেট উৎসবে মাতলেন আফিফ হোসেন। নিজের প্রথম বলেই এই স্পিনার ফিরিয়েছেন ক্রেগ আর্ভিনকে।

দ্রুত প্রথম উইকেট হারানোর পর জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায় আর্ভিন ও ব্রেন্ডন টেলরের জুটিতে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫০ ছাড়ানো জুটি। অবশেষে তাদের প্রতিরোধ ভাঙলেন আফিফ বোলিংয়ে এসেই। ডানহাতি স্পিনারের বলে তিনি লং অনে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। যাওয়ার আগে ৩৩ বলে করেন ২৯ রান।

আল-আমিনের প্রথম শিকার

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন আল-আমিন হোসেন। জিম্বাবুইয়ান ওপেনার টিনাশে কুমুনুকাম্বেকে আউট করেছেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিকে একাদশের বাইরে ছিলেন আল-আমিন। শফিউল ইসলামের জায়গায় আজ সুযোগ পেয়ে শুরুতেই উইকেট উদযাপন করলেন তিনি। ১০ রান করা কুমুনুকাম্বেকে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে ফিরিয়েছেন প্যাভিলিয়নে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টি-টোয়েন্টি বড় ব্যবধানে জেতায় আজ (বুধবার) সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের।

বিশ্রামে তামিম, হাসানের অভিষেক

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। আর বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সব মিলিয়ে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম। ৩ উইকেট পাওয়া আমিনুল ইসলামের জায়গায় ঢুকেছেন অভিষিক্ত হাসান মাহমুদ। আর শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন আল-আমিন হোসেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল