X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আজীবন নিষিদ্ধ হতে পারেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২০, ১২:২১আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:২৭

কঠিন শাস্তির মুখে উমর আকমল বিতর্ক পিছু ছাড়ছে না উমর আকমলের। একটার রেশ কাটতে না কাটতেই আরেকটি এসে হাজির। শাস্তিও পাচ্ছেন। তবে নতুন করে তার বিরুদ্ধে যে অভিযোগ, তাতে কঠিন কিছুই অপেক্ষা করছে এই ব্যাটসম্যানের জন্য। অভিযোগের ব্যাখ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সন্তুষ্ট করতে না পারলে আজীবন নিষিদ্ধ হতে পারেন উমর আকমল!

পিসিবির ফিটনেস টেস্টে উতরাতে না পারা এই ক্রিকেটার খেলতে পারেননি এবারের পিএসএলও। কোনও এক ‘অজানা কারণে’ নিষিদ্ধ হন তিনি। এখন বোঝা যাচ্ছে কারণটা কী। পিসিবির দুর্নীতি বিরোধী কোডের দুটি ধারা ভেঙেছেন উমর। তাই ২০ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে নিষিদ্ধ থাকা এই ক্রিকেটারের ব্যাপারে আলোচনায় বসছে পিসিবি। দুর্নীতি বিরোধী কোড ধারা ভাঙার অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্য পাচ্ছেন উমর আকমল। ৩১ মার্চের মধ্যে তাকে কারণ ব্যাখ্যা দিতে হবে।

ব্যাখ্যায় যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন, সেক্ষেত্রে ছয় মাস থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা এই ব্যাটসম্যান।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, উমর আকমল দুটি আলাদা ঘটনায় পিসিবির দুর্নীতি বিরোধী কোডের ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন। এজন্য তার বিরুদ্ধে পিসিবি অভিযোগ গঠন করেছে। এই ক্রিকেটারকে আগামী ৩১ মার্চের মধ্যে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে। পিসিবির কাছ থেকে উমর আকমল নোটিশ পেয়েছেন ১৭ মার্চ, অর্থাৎ জবাব দেওয়ার জন্য তিনি পাচ্ছেন ১৪ দিন।

পিসিবির কোড অব কন্ডাক্টের ৬.২ ধারায় বলা আছে, কোনও খেলোয়াড় ২.৪.৪ ধারা ভাঙলে এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলে সেই খেলোয়াড় সর্বনিম্ন ছয় মাস ও সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হবেন। বারবার অভিযোগ ওঠা উমর আকমল নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলে কঠিন শাস্তিই হয়তো অপেক্ষা করছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে