X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টিনে গিয়ে উদাহরণ তৈরি করলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২০, ২১:৩০আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩০

কুমার সাঙ্গাকারা করোনাভাইরাস সচেতনতায় বরাবরই সোচ্চার কণ্ঠ কুমার সাঙ্গাকারার। শ্রীলঙ্কায় যখন কেউ কেউ সরকারি নিয়ম-নির্দেশনা মানছে না, তখন কোয়ারেন্টিনে গিয়ে উদাহরণ তৈরি করলেন সাবেক লঙ্কান ব্যাটিং গ্রেট।

করোনার সংক্রমণ রোধে সম্প্রতি শ্রীলঙ্কার সরকার নির্দেশনা দেয়, বিদেশ থেকে ফিরে পুলিশের কাছে নিবন্ধন করতে হবে এবং স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যেতে হবে। কিন্তু অনেকে এ নির্দেশনা মানছেন না। আরও উদ্বেগের ব্যাপার হলো, দেশে ফিরে তিনজন করোনার উপসর্গ লুকানোর চেষ্টা করেছেন।

দেশবাসীর এমন আচরণে হতাশ সাঙ্গাকারা। তাদের মধ্যে সরকারি নির্দেশনা মানার আগ্রহ তৈরি করার পদক্ষেপ নিলেন তিনি। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে পুলিশের কাছে নিবন্ধন করে কোয়ারেন্টিনে গেছেন সাঙ্গাকারা।

আজ রবিবার স্থানীয় সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং গ্রেট বললেন, ‘আমার কোনও উপসর্গ বা তেমন কিছু নেই। কিন্তু আমি সরকারি নির্দেশনা মানছি। আমি লন্ডন থেকে এসেছি এক সপ্তাহের বেশি হয়ে গেলো। খবরে দেখলাম, ১ থেকে ১৫ মার্চের মধ্যে যারা বাইরে থেকে এসেছেন তাদের পুলিশের কাছে নিবন্ধন করতে হবে এবং স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যেতে হবে। আমি পুলিশের কাছে নিবন্ধন করেছি, কোয়ারেন্টিনেও আছি।’

সাঙ্গাকারার মতো তার বন্ধু মাহেলা জয়াবর্ধনেও করোনাভাইরাস সচেতনতায় ‍টুইটার ও ইনস্টাগ্রামে সক্রিয় ভূমিকা রাখছেন। তাদের পাশাপাশি বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটারও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করছেন।

করোনার সংক্রমণ রোধে শুক্রবার সন্ধ্যা থেকে শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত দেশটিতে ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দ্রুত এই সংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে গত সপ্তাহে সেন্ট টমাস কলেজ ও রয়্যাল কলেজের একটি ম্যাচের পর। ওই ম্যাচ মাঠে বসে দেখেছে হাজারখানেক দর্শক, তাদের মধ্যে একজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী