X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইপিএল আয়োজনের খবর উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৩:২৩আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৩:২৬

আইপিএল আয়োজনের খবর উড়িয়ে দিলো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা প্রস্তাব দিয়ে রেখেছে। সংযুক্ত আবর আমিরাত সবসময়ই ‘বিকল্প’ ভেন্যু হিসেবে বিবেচনায় থাকে। এই দুই দেশের সঙ্গে নিউজিল্যান্ডের নামও জুড়ে যায় যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্তা জানিয়েছিলেন, নিউজিল্যান্ডও আইপিএল আয়োজনে আগ্রহী। যদিও খবরটি ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

মার্চের শেষ দিকে হওয়ার কথা ছিল এ বছরের আইপিএল। কিন্তু করোনাভাইরাসের থাবায় শুরুতে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল কুড়ি ওভরের প্রতিযোগিতাটি, পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এখনও নির্দিষ্ট কোনও সূচি প্রকাশ না হলেও বিসিসিআই আইপিএল আয়োজনে আশাবাদী।

ভারতে করোনা পরিস্থিতির উন্নতি নেই। যে সব শহরে খেলা হবে, সেখানকার অবস্থা বেশি খারাপ। তাই দেশের মাটিতে আইপিএল আয়োজন করা না গেলে বিদেশের বিষয়টিও মাথায় রাখছে তারা। আর সেখানেই জুড়ে গেছে নিউজিল্যান্ডের নাম। যদিও দেশটির ক্রিকেট বোর্ডের মুখপাত্র রিচার্ড বুক আইপিএল আয়োজনের খবর উড়িয়ে দিয়েছেন।

রেডিও নিউজিল্যান্ডকে এনজেডসির মুখপাত্র বলেছেন, ‘সোজা কথায় বললে এই খবরটি গুজব। না আমরা আইপিএল আয়োজনের কোনও প্রস্তাব পেয়েছি (বিসিসিআই থেকে), না আমরা কোনও আগ্রহ দেখিয়েছি।’

শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছে। আরব আমিরাতের নামও শোনা যাচ্ছে। বিসিসিআইয়ের এক কর্তা তাদের সঙ্গে নিউজিল্যান্ডের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, দেশে আইপিএল আয়োজন করতে না পারলে বিদেশেও হতে পারে।

যদি তা-ই হয়, তাহলে দ্বিতীয়বার দেশের বাইরে হবে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এর আগে ভারতের সাধারণ নির্বাচনে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টির লড়াই।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে