X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এবার শোয়েবের গতির রেকর্ডে চোখ নর্কিয়ার

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ১৭:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৭:১৫

আইপিএলের দ্রুততম ডেলিভারির পর আরও বড় স্বপ্ন আনরিখ নর্কিয়ার একটুর জন্য ছুঁতে পারেননি ব্রেট লি। তার মতো অস্ট্রেলিয়ান আরেক পেসার শন টেইটও তুলেছিলেন ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার গতি। শোয়েব আখতারের গড়া ১৬১.৩ কিমি গতির রেকর্ডটা তাই এখনও অক্ষুন্ন রয়ে গেছে। তবে সাবেক পাকিস্তানি গতিদানবের গতির রেকর্ডে এবার চোখ পড়েছে দক্ষিণ আফ্রিকান এক পেসারের। নাম আনরিখ নর্কিয়া। ‍দুই দিন আগেই যিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম ডেলিভারিটি করেছেন। এখন তিনি পেরোতে চান শোয়েবের গতি!

গত বৃহস্পতিবার আইপিএলের সর্বোচ্চ গতির বল করেছেন নর্কিয়া, ঘণ্টায় ১৫৬ কিমি গতিতে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ভারতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি মাতানো প্রোটিয়া পেসার আরও গতি চাইছেন বোলিংয়ে। হতে চান বিশ্বের সবচেয়ে দ্রুততম পেসার। এজন্য চোখ রেখেছেন শোয়েবের রেকর্ডের ওপর। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে গতিময় ডেলিভারি করার পর নর্কিয়া সাক্ষাৎকার দিয়েছেন দিল্লি সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের কাছে। ইউটিউব চ্যানেলে দেওয়া এই সাক্ষাৎকারে প্রোটিয়া পেসার শোনালেন শোয়েবের রেকর্ড ভাঙার লক্ষ্যের কথা, ‘আশা করছি এটা (দ্রুততম ডেলিভারি) একসময় আমার হবে এবং এটা আমি খুব করে চাই। হয়তো ভালো উইকেট, সঠিক কম্বিনেশন থাকলে এবারের আইপিএলে কিংবা ভবিষ্যতে হয়তো হবে।’

আইপিএলের দ্রুততম ডেলিভারি করলেও তাৎক্ষণিক জানতে পারেননি নর্কিয়া। এজন্য কিছুটা আক্ষেপ আছে তার, ‘ম্যাচ শেষ না হওয়ার আগপর্যন্ত আমি জানতামই না ১৫৬ কিমি গতির কথা। অবশ্যই স্কোরবোর্ডে এমন কিছু ছিল না। এটা জানতে পারেলে আরও ভালো করার তাড়না থাকতো। তবে আমার কোনও ধারণা ছিল না।’

সংযুক্ত আরব আমিরাতের আইপিএলে নর্কিয়ার সঙ্গে গতিঝড় তুলেছেন তার জাতীয় দল ও দিল্লি সতীর্থ কাগিসো রাবাদা এবং রাজস্থানের ইংলিশ পেসার জোফরা। এই পেসার ত্রয়ীকে প্রশংসায় ভাসিয়েছেন প্রোটিয়া গতিদানব ডেল স্টেইন। নর্কিয়ার ডেলিভারির আগে তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দ্রুততম বোলার। ২০১২ সালের আসরে রেকর্ডটি গড়েছিলেন ঘণ্টায় ১৫৪.৫ কিমি বেগে বল করে।

টুইটারে প্রোটিয়া পেসার লিখেছেন, ‘কেজি (কাগিসো রাবাদা), (জোফরা) আর্চার ও আনা (নর্কিয়া)। ওদের ম্যাচ আমি সরাসরি উপভোগের সুযোগ পেয়েছি। গতিঝড় তাদের দুর্দান্ত। এই জন্তুরা পেসারদের প্রতিযোগিতায় প্রভাব বিস্তার করছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’