X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবারও ব্যর্থ তামিম-এনামুল, মিডল অর্ডারে রক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৭:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:১১

পঞ্চম উইকেটে ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম ১১১ রানের জুটি গড়েন একের পর এক ম্যাচ যাচ্ছে, আর লম্বা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিল। আগের চার খেলার মতো আজও (সোমবার) প্রথম ইনিংসে একই দৃশ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুবেল হোসেনের আগুনে বোলিংয়ের সামনে তরতর করে ভেঙে পড়েছে তামিম একাদশের টপ অর্ডার। ১৭ রানে ৪ উইকেট হারানোর পরও মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৮ উইকেটে ২২১ রান করেছে তামিমরা।

এই দৃশ্য যেন রুটিন হয়ে গেছে প্রেসিডেন্ট’স কাপে। ২১ রানে ৩ উইকেট, ৬৫ রানে ৪ উইকেট, ৬৮ রানে ৫ উইকেট, ৩৯ রানে ৪ উইকেট, ৬৫ রানে ৪ উইকেট, ৬৪ রানে ৪ উইকেট, ৩১ রানে ৩ উইকেট, ৬৯ রানে ৪ উইকেট— আগের খেলা চার ম্যাচের ৮ ইনিংসে ৭০ রানের মধ্যেই দলগুলো টপ অর্ডারের ৪-৫ উইকেট হারিয়ে ফেলেছে। পরে মিডল অর্ডার, কখনও কখনও লেট অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় কোনও রকমে ম্যাচ জিতেছে কিংবা প্রতিপক্ষকে লক্ষ্য দিয়েছে।

সোমবার মাহমুদউল্লাহ একাদশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ তামিম একাদশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রুবেল ও আবু হায়দারের গতির সামনে বিপর্যস্ত তামিম একাদশের ব্যাটসম্যানরা। ১৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান— তামিম, তানজিদ তামিম, এনামুল হক ও মোহাম্মদ মিঠুন ফিরে গেলে বিপদে পড়ে তারা। কিন্তু পঞ্চম উইকেটে ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ১১১ রানের জুটি গড়েন। ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার আগে ৮১ বলে ৫ চার ও ১ ছক্কায় ইয়াসির ৬২ রানের ইনিংস খেলেন।

এছাড়া মাহিদুল খেলেন ৫৭ রানের ইনিংস। ১১০ বলে ৩ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পরে মোসাদ্দেকের ৩৯ বলে ৪০ ও সাইফউদ্দিনের ২৯ বলে ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে তামিম একাদশ।

রুবেল আগুন ঝরিয়েছেন বোলিংয়ে। ১০ ওভারে ৩ মেডেন দিয়ে ৩৪ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। রুবেলই মূলত তামিম একাদশের টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। এছাড়া এবাদত হোসেন ৬০ রানে ২টি ও আবু হায়দার ৪০ রানে পেয়েছেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৮ (ইয়াসির ৬২, মাহিদুল ৫৭, মোসাদ্দেক ৪০, সাইফউদ্দিন ৩৮, তামিম ৯; রুবেল ৪/৩৪, এবাদত ২/৬০, আবু হায়দার ১/৪০)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে