X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিভেজা ব্রিসবেনে ‘দায়িত্বহীন’ শটে কাঠগড়ায় রোহিত

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১৫:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:২৫

দারুণ শুরু এনে দিয়ে খেললেন ৪৪ রানের ইনিংস। এরপরও কাঠগড়ায় রোহিত শর্মা। ভারতীয় সাবেকদের সমালোচনার ‍মুখে এই ওপেনার। কারণটা তার শট সিলেকশন নিয়ে। অভিজ্ঞতা ও সময়ের দাবি মেটাতে পারেননি রোহিত। ভালো শুরু পাওয়ার পরও ব্রিসবেন টেস্টে বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।

বৃষ্টির কারণে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশন খেলা হয়নি। তার আগে রোহিতের সঙ্গে আরেক ওপেনার শুবমান গিলকেও হারিয়েছে ভারত। দিন শেষে সফরকারীদের স্কোর ২ উইকেটে ৬২। তৃতীয় দিন শুরু করবেন চেতেশ্বর পূজারা (৮*) ও আজিঙ্কা রাহানে (২*)। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৯ রানে। তাতে ভারত এখনও পিছিয়ে আছে ৩০৭ রানে।

গ্যাবার পিচ সবসময় ব্যাটসম্যানদের জন্য কঠিন জায়গা। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই মাঠের বাড়তি গতি ও অনাকাঙ্ক্ষিত বাউন্সে ভারতীয় ব্যাটসম্যানরা কেমন করে, সেটাই ছিল দেখার। প্রথম ৬ ওভার কোনও অস্বস্তি ছাড়া ব্যাট করেছেন দুই ওপেনার রোহিত ও গিল। তবে সপ্তম ওভারে এসে খেই হারান গিল। প্যাট কামিন্সের বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের তালুতে। আগের টেস্টে হাফসেঞ্চুরি পাওয়া তরুণ ওপেনার করেন ৭ রান।

তার বিদায়ের পর পূজারাকে নিয়ে শুরু হয় রোহিতের পথচলা। দারুণ ব্যাটিংয়ে দলের সঙ্গে নিজের রান বাড়িয়ে নিচ্ছিলেন রোহিত। অন্যদিকে পূজারা ক্রিজে থিতু হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। রোহিত চলতি সিরিজে আরেকটি হাফসেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ৪৪ রানের সময় নাথান লায়নের বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন এই ওপেনার।

লায়নের বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন লং অনে। কিন্তু ভুল শটের মাশুল দিতে হয়েছে তাকে। ধরা পড়েন মিচেল স্টার্কের হাতে। ৭৪ বলের ইনিংসটি রোহিত সাজান ৬ বাউন্ডারিতে। টেস্ট ক্রিকেটে, বিশেষ করে তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন বাজে শট মানতে পারছেন না অনেকেই। তাদের মধ্যে সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জেরেকার কাঠগড়ায় তুলেছেন এই ওপেনারকে।

গাভাস্কারের মতে, রোহিতের শটটা ছিল ‘দায়িত্বহীন’। চ্যানেল সেভেনকে ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘কেন? কেন? কেন? ওটা অবিশ্বাস্য একটা শট। দায়িত্বহীন একটা শট। লং অনে ফিল্ডার ছিল। ডিপ স্কয়াং লেগেও ফিল্ডার ছিল। একটা অপ্রয়োজনীয় উইকেট, একটা অপ্রয়োজনীয় উইকেট উপহার দিয়ে আসা।’

আরেক সাবেক ক্রিকেটার মাঞ্জেরেকার টুইটে নিজের হতাশা প্রকাশ করেছেন। রোহিতের উইকেট ‘উপহার’ দিয়ে আসা নিয়ে তার টুইট, ‘অভিজ্ঞতার ঘাটতি থাকা একটা দলকে বিবেচনায় নিলে অভিজ্ঞ রোহিত শর্মার ওই শটটা ক্ষমার অযোগ্য।’

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৯ রানে। হাফসেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক টিম পেইন। ১০৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫০ রান। তবে একটুর জন্য ফিফটি মিস করেছেন ক্যামেরন গ্রিন, ১০৭ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪৭ রান। এছাড়া শেষ দিকে লায়ন (২৪), স্টার্ক (২০*) ও জশ হ্যাজেলউডের (১১) ছোট ইনিংসে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ভারতের তিন বোলার- টি নাটারঞ্জন (৩/৭৮), ওয়াশিংটন সুন্দর (৩/৮৯) ও শার্দূল ঠাকুর (৩/৯৪) আলো ছড়িয়েছেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী