X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাকিব-মাহমুদউল্লাহদের পরামর্শেই মিরাজের এমন সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ২০:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২০:৫৫

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে দুটি ঘরোয়া টুর্নামেন্টে একেবারে যাচ্ছেতাই বোলিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও সেই বৃত্ত ভাঙতে পারেননি। তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের পরামর্শে পুনরায় নিজেকে ফিরে পেয়েছেন এই অফস্পিনার। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। তাতে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ আলাদা করে ছুঁয়ে যাচ্ছে মিরাজকে।  

অবশ্য এই পারফরম্যান্সের পর এটাই মনে হচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজ যেন মেহেদী হাসান মিরাজের প্রিয় প্রতিপক্ষ! ২০১৮ সালে এই ক্যারিবীয়দের বিপক্ষেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। দুই বছর পর আজ আবারও ম্যাচ সেরা হয়ে মিরাজ জানালেন, এই সাফল্যের জন্য আসলে কাদের অবদান বেশি।

সংবাদ মাধ্যমকে মিরাজ বলেছেন, 'আজকের বোলিংয়ে আমি খুবই খুশি। আগের ম্যাচে যেই জায়গায় বল করেছি, তাতে সন্তুষ্ট ছিলাম না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছি। মাহমুদউল্লাহ ভাই আমাকে পরামর্শ দিয়েছেন। কথা বলেছি আমাদের স্পিন বোলিং কোচের সঙ্গেও। তাদের মিলিত পরামর্শেই শেষ পর্যন্ত কাজে লেগেছে।'

তখন আলাদা করে জানতে চাওয়া হয়েছিল সাকিবের পরামর্শটা কী ছিল? মিরাজ সেই প্রসঙ্গে জানালেন, ‘প্রথম ম্যাচে কিন্তু আমি ভালো বোলিং করতে পারিনি। সাকিব ভাই বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে লেগ-মিডলে বোলিং করার পরামর্শ দিয়েছিলেন। তার কথা মতো বোলিং করে আমি সাফল্য পেয়েছি। এই ছোট ছোট বিষয়গুলো ম্যাচে অনেক সাহায্য করে।’

একইভাবে বেশ কিছু পরামর্শ দিয়েছেন মাহমুদউল্লাহও। সে ব্যাপারে তরুণ এই স্পিনার বলেছেন, ‘আজকে যখন তিন ওভারে কোন উইকেট পেলাম না। তখন রিয়াদ ভাই আমাদের ফিল্ডিংয়ে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। আমি তামিম ভাইয়ের সঙ্গে পরামর্শ করে ফিল্ডিং পরিবর্তন এনে পরের বলেই উইকেট পেয়েছি।’

শুধু দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেই মিরাজ এমন সাফল্য পাননি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ও প্রেসিডেন্টস কাপে বাজে ফর্মের পর স্পিন কোচ সোহেল ইসলামের সঙ্গেও তিনি কাজ করেছেন। এই কোচের দিক নির্দেশনাও কাজে দিচ্ছে বলে জানালেন মিরাজ, ‘সোহেল স্যারের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছিলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও প্রেসিডেন্টস কাপে আমার বোলিংটা তেমন ভালো হচ্ছিল না। অনেক হতাশ ছিলাম। সব সময় স্যারের (সোহেল ইসলাম) সঙ্গে কথা বলেছি। আমার জন্য তিনি বাড়তি পরিশ্রম করেছেন। স্যারকে ধন্যবাদ।’

জাতীয় দলে এখন অনেক প্রতিযোগিতা। মিরাজ সেটি জানেন ভালো করেই। জানেন বলেই পারফরম্যান্সের বিকল্প দেখেন না তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা থাকবেই। আমি যদি এখানে ভালো না করি, আরেকটা খেলোয়াড়ের জন্য আমাকে জায়গা ছেড়ে দিতে হবেই। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। প্রত্যেকটা খেলোয়াড়কে সেই প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। কিন্তু আমার কাছে প্রতিযোগিতাটা নিজের সঙ্গেই। সব সময় চেষ্টা করি নিজেকে ছাড়িয়ে যেতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ