X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দেশ বাদ দিয়ে আইপিএল, শাস্তির কথা বললেন বয়কট

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৫:৩৫আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৫:৩৫

 কাড়ি কাড়ি টাকার খেলা চলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সে জন্য নিজ দেশের জাতীয় দল বাদ দিয়ে ক্রিকেটারদের আইপিএলকেই বেশি প্রাধান্য দিতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জিওফ বয়কট শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পক্ষেই। ক্রিকেটারদের এমনটা করা থেকে নিরুৎসাহিত করতে টাকা কেটে নেওয়ার কথা বললেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।

তীর্যক মন্তব্য করতে বয়কটের জুরি নেই। বরং সেজন্য তিনি বিখ্যাত। বয়কট আসলে এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উদ্দেশ্য করেই। কারণ ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড কয়েকদিন আগে বলেছেন, যদি ইংলিশ ক্রিকেটারদের আইপিএল দল ফাইনালে পৌঁছায়। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে তাদের সেখানে খেলার অনুমতি দেওয়া হবে। তেমনটি হলে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোরও কথা বলেছেন তিনি।

কিন্তু ইংল্যান্ডের এই রোটেশন পলিসিতেই রাজি নন বয়কট। তার মতে, ‘ভারতে এই রোটেশন পলিসিতেই ইংল্যান্ড সব কিছু গুলিয়ে ফেলেছে। তাই নিজেদের খেলোয়াড়দের যেনতেন ভাবে নিয়ন্ত্রণ করাটা বন্ধ করতে হবে।’

ডেইলি টেলিগ্রাফে বয়কট আরও লিখেছেন, ‘মনে হচ্ছে ছেলেরা এটা ভুলে গেছে যে, ইংল্যান্ডকে প্রাধান্য না দিয়ে আইপিএলে খেললে ওটা আদতে ওদের কোনও কাজে আসবে না। তাই ইংল্যান্ডকে প্রথমে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কৃতজ্ঞতা ও আনুগত্যের বিচারে তারা ঋণী। আমি অবশ্য তাদের উপার্জন করতে নিষেধ করছি না। তাই বলে ইংল্যান্ডের খেলা মিস করে এটা করা মোটেও উচিত নয়।’

এক্ষেত্রে ৮০ বছর বয়সী বয়কট অবশ্য মনে করেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড খুবই হালকাভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। তাই ফিট ক্রিকেটাররা যদি জাতীয় দলের হয়ে না খেলে, সেক্ষেত্রে জরিমানার কথা বলেছেন তিনি, ‘যদি কেউ ইংল্যান্ডের হয়ে খেলতে না চায়, তাহলে তাদের জরিমানা করা উচিত। ভালো হয় তাদের নির্বাচিতই করার দরকার নেই, যদি ওরা পুরো সিরিজ খেলতে রাজি না হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি