X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচকের ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুমিনুল-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৯:৪৩

দুই টেস্টের সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। উদ্দেশ্য শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। তো কেমন এগোচ্ছে সেই কাজ? দুই দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দেখেই কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুনিমুল-তামিমরা। নান্নু জানালেন, শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের খেলোয়াড়েরা দুই দিন অনুশীলনের পর আজই (শনিবার) অনুশীলন ম্যাচটা পেয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে আবহাওয়া, কন্ডিশন সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে, তার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই দিনের ম্যাচের প্রথম দিন, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিমের দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি ঝরেছে নান্নুর কণ্ঠে, ‘যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন-লেংথ ও ভালো জায়গায় বল করার। সব মিলিয়ে আমি বলবো, এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল (রবিবার) আরও একদিনের খেলা আছে। আমি মনে করি, এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’

ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা তেমন ভালো করতে পারেননি। যদিও প্রধান নির্বাচক ফ্লাট উইকেটকেই সামনে আনলেন, ‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। এটা অনেকটা ফ্লাট উইকেটের মতো। যদিও টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন, আরও একটা দিন বাকি আছে, ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ