X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রধান নির্বাচকের ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুমিনুল-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৯:৪৩

দুই টেস্টের সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। উদ্দেশ্য শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। তো কেমন এগোচ্ছে সেই কাজ? দুই দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দেখেই কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুনিমুল-তামিমরা। নান্নু জানালেন, শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের খেলোয়াড়েরা দুই দিন অনুশীলনের পর আজই (শনিবার) অনুশীলন ম্যাচটা পেয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে আবহাওয়া, কন্ডিশন সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে, তার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই দিনের ম্যাচের প্রথম দিন, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিমের দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি ঝরেছে নান্নুর কণ্ঠে, ‘যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন-লেংথ ও ভালো জায়গায় বল করার। সব মিলিয়ে আমি বলবো, এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল (রবিবার) আরও একদিনের খেলা আছে। আমি মনে করি, এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’

ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা তেমন ভালো করতে পারেননি। যদিও প্রধান নির্বাচক ফ্লাট উইকেটকেই সামনে আনলেন, ‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। এটা অনেকটা ফ্লাট উইকেটের মতো। যদিও টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন, আরও একটা দিন বাকি আছে, ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!