X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রোহিতের ৪ হাজার, মুম্বাইয়ের সঙ্গেও পারলো না হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ০০:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০০:১৭

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পরানে বেঁধে রাখতে পারলেও ব্যাটিংটা ভালো হচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। আর তাতেই টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে ডেভিড ওয়ার্নারের দল। শনিবার (১৭ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচটিতে হারের বৃত্ত ভাঙার সুযোগ এলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩ রানে আরেকটি হার দেখতে হয়েছে তাদের।

শনিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করতে পারে মুম্বাই। কিন্তু এমন দুর্দান্ত বোলিংয়ের সফলতাকে ব্যর্থতায় ঢেকে দিয়েছেন হায়দরাবাদের ব্যাটসমানরা। ১৫১ রানের জবাবে ভালোই শুরু করেছিল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটিতে ৬৩ রান জমা হয় স্কোর বোর্ডে।

তারপরই ছন্দপতন! ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলতে থাকা বেয়ারস্টো হিট উইকেট দিয়ে বিদায় নেন। চার রানের ব্যবধানে ফিরে যান ওয়ার্নারও। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত থ্রোতে ৩৪ বলে ৩৬ রান করা ওয়ার্নারের ইনিংস শেষ হয়। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে সানরাইজার্স।

মাঝে বিজয় শঙ্কর ও আব্দুল সামাদ মিলে ২৫ রানের জুটি গড়ে হায়দরাবাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু আবারও সেই হৃদিক পান্ডিয়ার দুর্দান্ত থ্রোতে সামাদ (৭) রানআউট। এই জুটি ভাঙার পর পরই পুরোপুরি ভেঙে যায় হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। শেষের ৬ ব্যাটসম্যানের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয় সানরাইজার্স হায়দরাবাদ।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে রাহুল চায়ার ১৯ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ট্রেন্ট বোল্ট ২৮ রানে তিনটি উইকেট নেন। যার দুটিই শেষ ওভারে।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ৫৫ রান এলেও রানের গতি খুব মন্থর ছিল মুম্বাইয়ের। শেষ দিকে কাইরন পোলার্ডের ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো পুঁজি পায় মুম্বাই। পোলার্ড ২২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন।

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার কুইন্টন ডি ককের ব্যাট থেকে। ৫ চারে ৩৯ বলে ৪০ রান এসেছে ককের ব্যাট থেকে। এছাড়া রোহিত শর্মা ২ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। এদিন ৩২ রান করার পথে অধিনায়ক হিসেবে আইপিএলে ৪ হাজার রান পূর্ণ করেছেন রোহিত।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ২ উইকেট পান মুজিব উর রহমান। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বিজয় শঙ্কর।

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম