X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে সাকিব, কী বললেন মুমিনুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৭:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:৪৬

আরেকটি সাকিববিহীন সফর শুরু হচ্ছে বাংলাদেশের। বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন আইপিএল। অপর দিকে বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুলের দল। সাকিবকে ছাড়া বরাবরই জাতীয় দলের কম্বিনেশন সাজানো কঠিন হয়ে পড়ে। টেস্টের আগের দিন অধিনায়ক মুমিনুল হক সেটিই মনে করিয়ে দিলেন আবার।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনও ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। অবশ্যই আমরা তাকে মিস করবো। তবে দলে যারা আছেন, তাদের সবার ভালো করার সামর্থ্য রয়েছে। আশা করি সাকিব ভাইয়ের জায়গায় যে সুযোগ পাবেন, তিনি ভালো অবদান রাখার চেষ্টা করবেন।’

দেশের বাইরে মুমিনুলের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। দেশের মাটিতে ৫৬.৩৯ গড়ে মুমিনুলের রান ২ হাজার ৩১২। কিন্তু দেশের বাইরে ২২.৩০ গড়ে মুমিনুলের রান ৭৩৬! ফলে শ্রীলঙ্কায় সফর শুরু হওয়ার আগে এই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে।  এমন প্রশ্নে মুমিনুলের উত্তর, ‘অধিনায়ক হিসেবে সবসময় চাই ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে। ফিল্ডাররা শতভাগ চেষ্টা করবে। আমার ব্যাটিং পজিশন নিয়েও আমি চিন্তিত নই। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবো, হয়তো আপনার আশা পূরণ করতে পারবো না। তখন এসব কথা হবেই। আমি সবসময় দেশে বা বিদেশে খেললে দলের জন্য শতভাগ কন্ট্রিবিউট করার চেষ্টা করি।’

সাম্প্রতিক সিরিজগুলোতে হতাশার বৃত্তেই রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড সিরিজেও। টানা ব্যর্থতায় থাকা বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কা সফরটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সফরটি দিয়েই কোচ, অধিনায়ক ও ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ হবে। মুমিনুল অবশ্য সেসব নিয়ে কিছুই ভাবছেন না, ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামবো, বোলার বল করবে, আমি ব্যাটিং করবো, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলবো। আমি আসলে এসব নিয়েই ভাবছি। আপনি যা বললেন সেগুলো নিয়ে ভাবছি না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ