X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সোহান ঝড়ে উড়ে গেলো প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৮:০৮আপডেট : ২০ জুন ২০২১, ১৮:০৮

প্রিমিয়ার টি-টোয়েন্টির সুপার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করলো শেখ জামাল। তামিম ইকবাল বিহীন প্রাইম ব্যাংককে উড়িয়ে দিয়েছে আশরাফুল-ইমরুল-নাসির-সোহানদের নিয়ে গড়া দলটি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করেছিল প্রাইম ব্যাংক। এর জবাবে খেলতে গিয়ে নুরুল হাসান সোহানের দানবীয় ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে শেখ জামাল।

১৬৫ রানের লক্ষ্যে ১০ রানেই ফিরে যান মোহাম্মদ আশরাফুল (৫)। মূলত তখন থেকেই ‘আসল’ খেলা শুরু হয় শেখ জামালের। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন সৈকত আলী ও ইমরুল কায়েস। ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় সৈকত আলী ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তার ইনিংসেই জয়ের মঞ্চটা তৈরি হয় শেখ জামালের। সঙ্গী হারিয়ে সাজঘরে ফিরে যান ইমরুলও। ৪০ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৪ রানে আউট হন তিনি। জয়ের জন্য যখন ৪২ বলে ৫৫ রান প্রয়োজন, তখন মাঠে নামেন অধিনায়ক নুরুল হাসান। ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় তার ৪৪ রানের ক্যামিও ইনিংসে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

প্রাইম ব্যাংকের রুবেল, শরিফুল ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করেছে প্রাইম ব্যাংক। নিয়মিত অধিনায়ক তামিম জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিশ্রামে গেলে ব্যাটিংয়ে কিছুটু শক্তি কমে যায় দলটির। তামিমের বদলি হিসেবে সুযোগ পাওয়া রুবেল টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন। এর আগে রনি তালুকদার আউট হয়েছেন ১১ রানের ইনিংস খেলে। অধিনায়ক এনামুল শুরুটা ভালো করে ২৭ রানের বেশি করতে পারেননি। তবে মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসানের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে প্রাইম ব্যাংক ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান ভালো সংগ্রহ দাঁড় করায়। মিঠুন ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অন্যদিকে ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেন রাকিবুল হাসান।

শেখ জামালের বোলারদের মধ্যে ইলিয়াস সানী ২৯ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। এছাড়া জিয়াউর রহমান নেন একটি উইকেট।

এদিকে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই ম্যাচের বাকি অংশ শুরু হবে। বৃষ্টি নামার আগে টস হেরে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছিল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ