X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দলীয় রান ০, তামিমও ০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৩:৫৩আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৩:৫৩

তামিম ইকবাল নিজেই বলেছিলেন, হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে প্রথম এক ঘণ্টা হবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। তো টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকে কথার মতোই সংগ্রাম করতে থাকেন তিনি। তবে সেটা কাটিয়ে উঠতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তামিম। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়া আগে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্লেসিং ‍মুজারাবানির লাফিয়ে ওঠা বেশ বাইরের বল কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে। তিনি যখন আউট হন ২.১ ওভার খেলা হলেও বাংলাদেশের স্কোরের ঘর ছিল শূন্য।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফরকারীদের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সফরকারীরা। ব্যক্তিগত কারণে মুশফিকুর রহিম খেলতে পারবেন না গোটা সিরিজে, আর চোটের কারণে প্রথম ওয়ানডের একাদশে নেই মোস্তাফিজুর রহমান।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেছিলেন নাঈম শেখ। তবে মূল লড়াইয়ের একাদশে জায়গা হয়নি তরুণ ব্যাটসম্যানের। লিটন দাসই থাকছেন তামিমের ওপেনিং সঙ্গী। ওয়ান ডাউনে সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুউল্লাহ ও আফিফ হোসেন।

তাদের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে লম্বা ব্যাটিং লাইনআপ। পেস বোলিং আক্রমণে দুজন- তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদেশ আছেন দুই নতুন মুখ। ওয়ানডে অভিষেক হয়েছে দুই টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সের। তবে একাদশ নেই সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, টিমাইসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংউই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক