X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তাহলে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২১, ১৪:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:৩৯

স্থগিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ, অথচ সেটির প্রভাব পড়লো বাংলাদেশে! কারণ করোনাভাইরাসের কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। তবে খুশির খবর হলো, আবারও শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ। ফলে অজিদের বাংলাদেশ সফর ঘিরে জমা শঙ্কার মেঘ কেটে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী শুক্রবার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সিরিজ না হওয়ার নিয়ে মোটেও শঙ্কিত নন তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সূচিতেই হবে বলে মন্তব্য করেছিলেন এই কর্তা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হয়ে গেলেই হতো সর্বনাশ। বায়ো বাবলের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়লে ক্যারিবিয়ান অঞ্চল থেকে সোজা দেশে ফিরে যেতে পারতেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বৃহস্পতিবার দল দুটির দ্বিতীয় ওয়ানডে শুরুর ঠিক আগমুহূর্তে খবর আসে, ওয়েস্ট ইন্ডিজ দলের এক স্টাফ করোনায় আক্রান্ত। সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায় খেলা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আক্রান্ত ব্যক্তির নাম গোপন রেখে জানিয়েছে, দুই দলের খেলোয়াড়রা হোটেলে ফিরে গিয়ে আছেন আইসোলেশনে। জানানো হয়, সব খেলোয়াড়, স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের পিসিআর টেস্টের পর নেওয়া হবে সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত।

সেই পরীক্ষায় সুখবর মিলেছে। ১৫২ জনের সবাই নেগেটিভ। ফলে সিরিজ খেলতে সম্মতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ‍দুই দলের লড়াই। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে তারা। যেহেতু টস আগেই হয়ে গিয়েছে, তাই টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ইনিংস দিয়ে শুরু হবে ম্যাচ। একাদশও থাকছে একই। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সোমবার।

এই সিরিজ শেষ করেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে অ্যারন ফিঞ্চরা। আগামী ২৯ জুলাই আসার কথা অজিদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, সেটি জানায়নি বিসিবি।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে