X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে কিপিং করবেন মুশফিক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করার কথা ছিল মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের। যদিও শেষ পর্যন্ত সোহানই কিপিংয়ের দায়িত্ব পালন করছেন। বিশ্বকাপে মুশফিককে কিপিংয়ে দেখার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আছেন তিন উইকেটকিপার- মুশফিক ও সোহানের সঙ্গে লিটন দাস। দল ঘোষণার পর কিপিংয়ের বিষয়ে প্রশ্নটা এসেই যায়।

ওপেনিংয়ের দায়িত্ব সামলানো লিটনকে কুড়ি ওভারের ক্রিকেটের কিপিংয়ের চাপ থেকে মুক্ত রাখতে মুশফিক ও সোহানের ভাগাভাগি করে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা ছিল নিউজিল্যান্ড সিরিজে। সংবাদমাধ্যমকে সে কথা জানানোও হয়েছিল টিম ম্যানেজমেন্ট থেকে। তবে কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত হওয়া চার টি-টোয়েন্টিতেই কিপিংয়ের দায়িত্ব সামলেছেন সোহান।

তাহলে কি বিশ্বকাপেও মুশফিককে উইকেটের পেছনে দেখা যাবে না? প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘কিপিংয়ের পরিকল্পনাটা কিন্তু টিম ম্যানেজমেন্টের ওপর। দল নির্বাচন আমরা করি, অবশ্যই সেখানে তিনজন কিপার আছে। টিম ম্যানেজমেন্ট যখন যাকে মনে করে তাকে দিয়ে কিপিং করাবে।’

অর্থাৎ, বিশ্বকাপে মুশফিক গ্লাভস হাতে দাঁড়াবেন কিনা, সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের কোর্টে ছেড়ে দিলেন প্রধান নির্বাচক। দেখা যাক, টিম কম্বিনেশনে মুশফিকের হাতে কিপিং গ্লাভস ওঠে কিনা!

 

/আরআই/কেআর/
সম্পর্কিত
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
স্বপ্নের সাদা জার্সিতে ২৫ বছর
সর্বশেষ খবর
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি