X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নাসিরের মন বলছে, বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে শিরোনাম হওয়া তার জন্য নতুন ‍কোনও ঘটনা নয়। তিনি নাসির হোসেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। দলের বাইরে থাকলেও বাংলাদেশের ড্রেসিং রুম মিস করেন এই অলরাউন্ডার। দল থেকে অনেক দূরে তার অবস্থান, তবে চাওয়া আছে আগের মতোই। এই যেমন এখন তার চাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতুক বাংলাদেশ।

আজ (বুধবার) মিরপুরে অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাসির। সেখানেই তিনি বাংলাদেশকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন। কেন তিনি বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন, সেটাও ব্যাখ্যা করেছেন। বিশ্বকাপটা কুড়ি ওভারের বলেই নাসিরের আশা। কারণ এই ফরম্যাটে বড় দল ও ছোট দলের পার্থক্য খুব একটা থাকে না।

এক প্রশ্নের জবাবে নাসির বলেছেন, ‘আমি তো চাইবো বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। এটা নির্ভর করে অনেক কিছুর ওপর। খেলা হচ্ছে ১২০ বলের। ওই ১২০ বল যারা ভালো খেলবে, ওই দিনটা যাদের ভালো থাকবে, তারাই ফল করবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে, আমার মনে হয় না এটা অসম্ভব কিছু। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড় দল আর ছোট দলের দূরত্ব অনেক কম থাকে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করে, ভুল কম করে, তাহলে জেতার সুযোগ অনেক বেশি।’

দলে ‘ফিনিশার’ হিসেবে নামডাক ছড়িয়ে পড়েছিল নাসিরের। সুযোগ ছিল বিশ্বের সেরা ফিনিশার হওয়ার। কিন্তু সেটা পারেননি। নিজে না পারলেও নাসিরের বিশ্বাস দলে থাকা তরুণ আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহানরা কাজটা ঠিকমতো করতে পারবেন, ‘যারা আছে তারা অবশ্যই সামর্থ্যবান। না হলে এই জায়গাটায় থাকতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, টি-টোয়েন্টি দলে খেলে (পারফর্ম) হচ্ছে দুইজন খেলোয়াড়। ৬-৭ নম্বরে যারা ব্যাটিং করবে, তাদের কিন্তু ভূমিকা রাখার সুযোগ কম। যারা টপ অর্ডারে ব্যাটিং করবে তাদের ভূমিকাটা অনেক বেশি।’

দলে ফেরার জন্য ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিটনেস উন্নতির চেষ্টায় আছেন নাসির। এবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছাপূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন তিনি। ফেরার জন্য কী করছেন এমন প্রশ্নে নাসিরের উত্তর, ‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনও বিকল্প নাই। ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো।’

এরপর পাল্টা প্রশ্ন হয়, জাতীয় দলে ফেরা নিয়ে স্ত্রীর ইচ্ছাপূরণে কী ভাবছেন? নাসিরের সোজা-সাপ্টা উত্তর, ‘অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরে আসতে। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে ফিরে আসতে পারি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল