X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাকিবদের হারিয়ে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা

স্পোর্টস ডেস্ক 
১৬ অক্টোবর ২০২১, ০০:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০০:৪২

ক্রিকেটটা সব সময় পরিসংখ্যান মেনে চলে না। চললে এবারের আইপিএল জিততো কলকাতা নাইট রাইডার্স! অতীত দেখে অনেকে তাই ভেবেছিল। আগের দু’বার ফাইনালে পৌঁছে ট্রফি হাতে নিয়ে মাঠ ছেড়েছিল কেকেআর। আর এবার? তাদের হতাশ করে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। সংযুক্ত আরব আমিরাতে সাকিবদের ২৭ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।  

অথচ ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতার উড়ন্ত সূচনায় জয় দেখছিল অনেকে। দুই ওপেনারের ঝড়ে এমনটা ভাবা বিলাসিতা ছিল না। কিন্তু শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের বিদায়ের পর মোমেন্টাম হাত ফসকে চলে যায় কলকাতার। ৯১ রানে আইয়ার ফেরেন ৫০ রানে। শার্দুল ঠাকুরের বলে ফেরার আগে ৫ চার ও ৩ ছয়ে চেন্নাইকে শাসন করেছেন। কিন্তু প্রথম উইকেট পতনের পরেই যেন মড়ক লাগে দলটির।

প্রয়োজনীয় মুহূর্তে সাজঘরে ফিরতে থাকেন বাকি ব্যাটসম্যানরা। নিতিশ রানা (০), সুনীল নারিন (২) দ্রুত ফিরলে তখনও ক্রিজে ছিলেন ওপেনার গিল। কিন্তু কেকেআর ওপেনার ৪৩ বলে ৫১ রানে ফিরলে আর মাথা তুলতে পারেনি তারা। তার বিদায়ের পর দিনেশ কার্তিক ৯ রানে সাজঘরে ফিরেছেন। সাকিবতো নেমেই প্রথম বলে লেগ বিফোরে ফিরেছেন রানের খাতা না খুলে! একই ওভারে দুটি উইকেট নেন জাদেজা।

সতীর্থদের ব্যর্থতার দিনে ইয়ন মরগানও ছন্দে ফিরতে পারলেন না। ফিরেছেন ৪ রানে। ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে কলকাতা করতে পারে ১৬৫ রান।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে ৩৮ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২৯ দুটি করে নেন জশ হ্যাজেলউড ও রবীন্দ্র জাদেজা। একটি করে নিয়েছেন দীপক চাহার ও ডোয়াইন ব্রাভো।

ম্যাচের শুরুতেই অবশ্য অনন্য কীর্তিতে নাম লেখান ধোনি। টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে ৩০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়েন। তার মাইলফলকের ম্যাচটায় টস হারলেও ফাফ দু প্লেসি ঝড়ে ৩ উইকেটে চেন্নাই সংগ্রহ করে ১৯২ রান।

চেন্নাইয়ের বড় স্কোর গড়তে সবচেয়ে বড় কৃতিত্ব ফাফ ‍দু প্লেসির। অবশ্য সেজন্য কলকাতা উইকেটকিপার দিনেশ কার্তিককেও কৃতিত্ব দেওয়াই যায়! সাকিবের ওভারে ব্যক্তিগত ২ রানে দু প্লেসিকে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া না করলে এমন বিধ্বংসী ইনিংস দেখতে হতো না তাদের।

ওপেনিং জুটিতে ঋতুরাজ ও ফাফ দু প্লেসি করেন ৬১ রান। ৩২ রানে ঋতু ফিরলে আগ্রাসী ছন্দটা ধরে রাখেন মঈন আলী ও রবিন উথাপ্পাও। রবিন ১৫ বলে ৩১ রানে ফিরেছেন। তবে শেষের দিকে বেশি কার্যকরী ছিলেন মঈন। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন। শুরু থেকে চেন্নাইকে এগিয়ে নেওয়া ফাফ ইনিংসের শেষ বলে আউট হন ৮৬ রানে। প্রোটিয়া তারকার ৫৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও হন তিনি।       

শুরুর ওভারে সাকিব বল হাতে আক্রমণে এলেও শেষ পর্যন্ত খরুচেই ছিলেন। ৩ ওভারে রান দিয়েছেন ৩৩! কার্যকরী ছিলেন নারিন। ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। একটি নেন শিবম মাবি।   

/এফআইআর/      
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল