X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্রিকেটাররা রোবট নয়, মানুষ: ডমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৩:২২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের হারার পেছনে ক্রিকেটারদের দায়িত্বহীনতাকেই সামনে আনছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তারাই নন, স্বয়ং বিসিবি সভাপতিও সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তবে কঠিন এই সময়টাতে ক্রিকেটারদের মাথায় হাত রাখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই কোচ বলেছেন, ‘ক্রিকেটাররা রোবট নয়, মানুষ।’

স্কটিশদের বিপক্ষে ৬ রানের লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কোচিং স্টাফসহ, সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন বিসিবি সভাপতি। সেখানেই টিমের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে প্রধান কোচ ডমিঙ্গো মনে করেন, কঠিন সময়ে ক্রিকেটারদের ওপর দায় চাপানো ঠিক নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আপনি কখনই তাদের ওপর দায় দিতে পারবেন না। ওরা বিশ্বমানের খেলোয়াড়। যেভাবে খেলে অভ্যস্ত, হয়তো বা সেই স্তরের খেলা খেলতে পারেনি। ব্যাপারটা ওরাও জানে। তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোন কারণ নেই।’

এরপরই ডমিঙ্গো বলেছেন, ‘যদি এটি ( শটগুলো) চার হয়ে যেতো, সবাই বলতো দুর্দান্ত শট। আবার ওই শটে যদি সে আউট হয়, সবাই বলে যে এটি একটি বাজে শট। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি। খেলোয়াড়দের মাঠে সিদ্ধান্ত নিতে দিতে হবে। তারা রোবট নয়, মানুষ। কিছু ভুল করবে কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’

ক্রিকেট উন্মাদনায় ভারত-পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এমন একটি দেশের হয়ে খেলাটা সব সময়ই চাপের। সেই চাপ জয় করেই বাংলাদেশের ক্রিকেটাররা লড়াই করতে প্রস্তুত বলে জানালেন ডমিঙ্গো, ‘বিশ্বকাপে সবসময়ই অনেক বেশি চাপ থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী জাতির জন্য। প্রতিটি পারফরম্যান্স যাচাই-বাছাই করা হয়, প্রতিটি ভুল বড় করে দেখা হয়। তাই খেলোয়াড়রা চাপের মধ্যে থাকে। এ কারণেই কিন্তু তারা তাদের দেশের জন্য খেলে। তাদের সেই চাপকে আলিঙ্গন করতে হবে। আশা করি এই চাপই ছেলেদের সেরাটা বের করে আনবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ