X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যাদবের ব্যাটে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ০০:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০০:৩৭

বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি ভারত। শিরোপা প্রত্যাশী দলটিকে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে। তবে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করেছে ভারত। সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।

জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়াম টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ভারত। মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপমানের জোড়া হাফসেঞ্চুরি ১৬৪ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে শুরুটা ভালোই করে ভারত। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৫০ রান তুলে জুটি ভাঙ্গে স্বাগতিকদের। ১৪ বলে ১৫ রান করে স্যান্টনারের বলে আউট হন লোকেশ রাউল। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৫৯ রানের জুটি গড়েন। রোহিত শর্মা দুই রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন এই ওপেনার।

রোহিত হাফসেঞ্চুরি মিস করলেও যাদব খেলেন দলের সেরা ইনিংস। তার ৬২ রানের ইনিংসের খেলার পথেই ভারতের জয়ের ভিতটা তৈরি হয়ে যায়। দলীয় ১৪৪ রানের সময় আউট হন যাদব। ৬ চার ও ৩ ছক্কায় যাদব ৬২ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ার (৫) ও ভেঙ্কটেশ আইয়ার (৪) দ্রুত বিদায় নিলেও ভারতের জয় পেতে সমস্যা হয়নি। উইকেট কিপার ঋষভ পন্তের ১৭ বলে ১৭ রানের ইনিংসের উপর ভর করে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপমানের জোড়া হাফসেঞ্চুরিতে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এই দুই কিউই ব্যাটার ছাড়া ভারতের বোলারদের বিপক্ষে কেউই দাঁড়াতে পারেনি। গাপটিল ৪২ বলে খেলেন ৭২ রানের ইনিংস। চ্যাপম্যান ৫০ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। এই দুই ব্যাটারের ব্যাটে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কিউইরা।

ভারতীয় বোলারদের ভুবনেশ্বর কুমার ও রবিচন্দন অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা