X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

যাদবের ব্যাটে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ০০:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০০:৩৭

বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি ভারত। শিরোপা প্রত্যাশী দলটিকে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে। তবে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করেছে ভারত। সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।

জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়াম টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ভারত। মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপমানের জোড়া হাফসেঞ্চুরি ১৬৪ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে শুরুটা ভালোই করে ভারত। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৫০ রান তুলে জুটি ভাঙ্গে স্বাগতিকদের। ১৪ বলে ১৫ রান করে স্যান্টনারের বলে আউট হন লোকেশ রাউল। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৫৯ রানের জুটি গড়েন। রোহিত শর্মা দুই রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন এই ওপেনার।

রোহিত হাফসেঞ্চুরি মিস করলেও যাদব খেলেন দলের সেরা ইনিংস। তার ৬২ রানের ইনিংসের খেলার পথেই ভারতের জয়ের ভিতটা তৈরি হয়ে যায়। দলীয় ১৪৪ রানের সময় আউট হন যাদব। ৬ চার ও ৩ ছক্কায় যাদব ৬২ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ার (৫) ও ভেঙ্কটেশ আইয়ার (৪) দ্রুত বিদায় নিলেও ভারতের জয় পেতে সমস্যা হয়নি। উইকেট কিপার ঋষভ পন্তের ১৭ বলে ১৭ রানের ইনিংসের উপর ভর করে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপমানের জোড়া হাফসেঞ্চুরিতে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এই দুই কিউই ব্যাটার ছাড়া ভারতের বোলারদের বিপক্ষে কেউই দাঁড়াতে পারেনি। গাপটিল ৪২ বলে খেলেন ৭২ রানের ইনিংস। চ্যাপম্যান ৫০ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। এই দুই ব্যাটারের ব্যাটে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কিউইরা।

ভারতীয় বোলারদের ভুবনেশ্বর কুমার ও রবিচন্দন অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা