X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

তাইজুলের এই সাফল্য এলো যেভাবে

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ নভেম্বর ২০২১, ২২:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২২:৫৭

মিরপুরের স্লো ও স্পিনিং উইকেটে বরাবরই সফল বাংলাদেশের স্পিনাররা। টেস্ট ক্রিকেটে ৩৯ রানে ৮ উইকেটও আছে তাইজুল ইসলামের। সেটি মিরপুরের স্পিনিং উইকেটে। সাকিব-মিরাজদেরও অনেক সাফল্য আছে মিরপুরের ২২ গজে। তবে চট্টগ্রামের উইকেট অতটা স্পিন বান্ধব নয়। ফলে এখানে সাফল্য পেতে স্পিনারদের বাড়তি কিছু করতেই হয়। রবিবার যেমন ১১৬ সালে ৭ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে ভূমিকা রেখেছেন তাইজুল। কীভাবে এলো এই সাফল্য, ম্যাচ শেষে সেই রহস্য উন্মোচন করেছেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম।

‘খেলাটা দেখলে বুঝতে পারবেন যে, সকাল থেকে উইকেটের যে আচরণ ছিল, এটা খুব যে সহায়ক ছিল স্পিনারদের জন্য, সেটা নয়। যে ধৈর্য নিয়ে সে (তাইজুল) বল করেছে, ওভারের পর ওভার যে সঠিক নিশানা ছিল, যে শৃঙ্খলায় ছিল তার বোলিংয়ে এবং দিনজুড়ে যে মনোযোগ দিয়ে সে বল করেছে, তার সাফল্যের পেছনে এটা বড় কারণ।’- তৃতীয় দিনের খেলা শেষে বলেছেন স্পিন কোচ সোহেল।

সঙ্গে তিনি যোগ করলেন, ‘আমরা কয়েক মাস ধরেই এই পরিকল্পনা করছিলাম। মিরপুরে যখন আমাদের স্পিনাররা খেলে, একটা মানসিকতা থাকে যে অনেক আক্রমণাত্মক থাকবো বা কিছুক্ষণ পরপরই উইকেট পাবো। কিন্তু এই ধরনের উইকেটে (চট্টগ্রাম টেস্টের মতো) বা দেশের বাইরে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকে না অতটা। এজন্যই আমরা গত কয়েক মাস ধরে এটা চেষ্টা করছি যে এরকম ফ্ল্যাট উইকেটে কীভাবে ধৈর্য ও নিশানা ধরে রেখে ওভারের পর ওভার বল করা যায়।’

স্পিনারদের মানসিকতা বদলের কারণে বাইরের কন্ডিশনেও ভালো করা সম্ভব হবে বলে মনে করেন এই স্পিন কোচ, ‘স্পিনারদের মানসিকতায় যে বদলটা এসেছে, এটা একটা বড় ব্যাপার। সব জায়গায় মিরপুরের মতো উইকেট আমরা পাবো না। তবে ছেলেরা এই যে শিখছে, এটাই ওদেরকে এগিয়ে নিয়ে যাবে।’

পুরনো অ্যাকশন বদলে নতুন কিছু চেষ্টা করেছিলেন তাইজুল। অ্যাকশন বদল থেকে শুরু করে আবার ফিরে আসার পুরো প্রক্রিয়ায় বাঁহাতি স্পিনারের তত্ত্বাবধানে ছিলেন সোহেল, ‘অনেকে অনেক কথা বলেছে তার অ্যাকশন পরিবর্তন নিয়ে। আমার কাছে সাহসী ছেলে সবসময় পছন্দ। একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে ঝুঁকি নেবে, এরকম চরিত্র পছন্দ। ওইসময় সে যে এই সাহস দেখিয়েছে... ক্যারিয়ারের এই পর্যায়ে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিল। হয়তো সে সফল হয়নি, তার পুরনো অ্যাকশনে চলে এসেছে। পুরনো ছন্দ ফিরে এসেছে।’

নিজের অ্যাকশন নিয়ে তাইজুল বলেছেন, ‘এটা সত্যি যে আমি আমার পুরনো অ্যাকশনেই সফল। আমি আসলে চেষ্টা করছিলাম এটা করা যায় কিনা। কিন্তু অ্যাকশন যে চেঞ্জ করা যাবে না, করলে যে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটা মনে হয়নি। আমি অনেক বড় সাহায্য পেয়েছি সোহেল ভাইয়ের কাছ থেকে। আমি যখন পুরনো অ্যাকশনে ফিরতে চেয়েছি সোহেল ভাইয়ের কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। উনি আমার অ্যাকশন সম্পর্কে ভালো জানেন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’