X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে বাড়তি দায়িত্ব নিতে হবে তাসকিনকেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:৫৫

নিউজিল্যান্ডের মাটিতে গত ২০ বছরে ৩২টি ম্যাচ খেলেলেও একটিও জয় নেই বাংলাদেশের। এই হতাশা সঙ্গী করেই আগামী ৯ ডিসেম্বর সকালে আরও একবার নিউজিল্যান্ড সফর যাচ্ছে মুমিনুলরা। খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিউই কন্ডিশনে সীমিত ওভারের ক্রিকেটে লড়াইয়ের ঝাঁজ তুললেও টেস্টে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি বাংলাদেশ। মুমিনুলের দল কি পারবে সেই ইতিহাস বদলাতে? সেজন্য দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবলু মনে করছেন, নিউজিল্যান্ডে ভালো করতে তাসকিন আহমেদকেই বাড়তি দায়িত্ব নিতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৫টি। এর মধ্যে তাদের ডেড়ায় হয়েছে ৯টি। এই ৯ ম্যাচের মধ্যে আবার ৫টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। সর্বশেষ ২০১৯ সালের সফরে দুই টেস্টের দুটিতেও ইনিংস ব্যবধানে হেরেছে। এবারের প্রত্যাশা কী? ফিল্ডিং কোচ মিজানুর রহমান বলেছেন, ‘আমরা সবাই জানি ওখানে (নিউজিল্যান্ড)  পেস বান্ধব উইকেট থাকে। আমরা সেরা পেস ইউনিট নিয়ে ওখানে যাচ্ছি। তাসকিন, এবাদত- ডে বাই ডে উন্নতি করছে। শরিফুলও ভালো অবস্থায় আছে। আশা করি, নিউজিল্যান্ডে ভালো করবে ছেলেরা।’

তবে ভালো করতে হলে বাড়তি দায়িত্ব নিতে হবে তাসকিন আহমেদকেই। এর ওপর জোর দিয়ে বাবলু জানালেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে তাসকিনের ভালো করাটা কতটা জরুরি, ‘তাসকিন যদি উইকেট নেওয়ার বাড়তি দায়িত্ব নিতে পারে। অন্যরা বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখার, তাহলে আমাদের ভালো করা সম্ভব হবে।’

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। ইতোমধ্যে বিসিবির কাছে ছুটিও চেয়েছেন। তবে এই অলরাউন্ডার না থাকাতে নিউজিল্যান্ডে কোনও সমস্যা দেখছেন না ফিল্ডিং কোচ, ‘সাকিব যাবে কি যাবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই। আমরা জেতার জন্যই যাবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ