X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভারতের ওয়ানডে অধিনায়কও রোহিত

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০০:২৪

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দিলো বড় ঘোষণা। দেশটির ওয়ানডে অধিনায়কও এখন রোহিত শর্মা। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টির নেতৃত্বও দেওয়া হয়েছে এই ব্যাটারের কাঁধে। অর্থাৎ, ভারতের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এখন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। ওয়ানডের বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। তবে বিসিসিআই দুই সংস্করণের ব্যাপারেই সিদ্ধান্ত জানিয়ে দিলো। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে নেতৃত্ব দেওয়া হলেও পাকাপাকি কোনও সিদ্ধান্ত তখন জানায়নি বিসিসিআই। তবে আজ (বুধবার) এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত।

বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে দিয়েছে ঘোষণা, ‘অল ইন্ডিয়া সিনিয়র নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন।’ শুধু সাদা বলে পাকাপাকিভাবে নেতৃত্বই পাননি। টেস্টেও ‘প্রমোশন’ পেয়েছেন রোহিত। লাল বলের ক্রিকেটে নেতৃত্ব ধরে রাখা কোহলির ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি। এতদিন টেস্টের সহ-অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে।

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। এজন্য তিন টেস্টের স্কোয়াড জানিয়ে দিয়েছে বিসিসিআই। টেস্টের দল ঘোষণার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বের বিষয়টিও নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলিকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিতের কাঁধে।

বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের লড়াই। ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু সেঞ্চুরিয়নে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজেই নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে রোহিতকে।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের