X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের ওয়ানডে অধিনায়কও রোহিত

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০০:২৪

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দিলো বড় ঘোষণা। দেশটির ওয়ানডে অধিনায়কও এখন রোহিত শর্মা। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টির নেতৃত্বও দেওয়া হয়েছে এই ব্যাটারের কাঁধে। অর্থাৎ, ভারতের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এখন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। ওয়ানডের বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। তবে বিসিসিআই দুই সংস্করণের ব্যাপারেই সিদ্ধান্ত জানিয়ে দিলো। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে নেতৃত্ব দেওয়া হলেও পাকাপাকি কোনও সিদ্ধান্ত তখন জানায়নি বিসিসিআই। তবে আজ (বুধবার) এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত।

বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে দিয়েছে ঘোষণা, ‘অল ইন্ডিয়া সিনিয়র নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন।’ শুধু সাদা বলে পাকাপাকিভাবে নেতৃত্বই পাননি। টেস্টেও ‘প্রমোশন’ পেয়েছেন রোহিত। লাল বলের ক্রিকেটে নেতৃত্ব ধরে রাখা কোহলির ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি। এতদিন টেস্টের সহ-অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে।

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। এজন্য তিন টেস্টের স্কোয়াড জানিয়ে দিয়েছে বিসিসিআই। টেস্টের দল ঘোষণার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বের বিষয়টিও নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলিকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিতের কাঁধে।

বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের লড়াই। ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু সেঞ্চুরিয়নে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজেই নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে রোহিতকে।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে