X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
বিপিএল-২০২২

সালাউদ্দিন থাকতে কেন স্টিভ রোডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২২:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:২৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। সাকিব-তামিমরা কোনও সমস্যায় পড়লেই ছুটে যান সালাউদ্দিনের কাছে। দলে এমন একজন কোচ থাকার পরও কেন স্টিভ রোডসের কাছে কুমিল্লার ছুটে যাওয়া- প্রশ্নটি অবধারিতভাবেই আসছে। আজ (সোমবার) কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করেছেন সালাউদ্দিন নিজেই।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস নতুন পরিচয়ে ফিরেছেন। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ঠিক কী কারণে রোডসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার ব্যাখ্যায় সালাউদ্দিন বলেছেন, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো আইডিয়া আসতে পারে।’

শুধু তা-ই নয়, অভিজ্ঞ এই কোচের কাছ থেকে নিজেও শিখতে মুখিয়ে সালাউদ্দিন, ‘আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবেন, আমি হয়তো ভালো কিছু শিখতে পারবো। তিন খুব বিনয়ী, ভালো মানুষ; এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিষ্কার করেছেন। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন, কীভাবে কী করতে হবে- এসব নিয়ে। তিনি দলের পরামর্শক হিসেবে আছেন।’

অনুশীলন শুরু করলেও কুমিল্লার ‘আসল’ প্রস্তুতি শুরু হবে মঙ্গলবার থেকে। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা ক্রিকেটাররা এখনও দলের সঙ্গে যুক্ত হননি। এছাড়া বিদেশি সব ক্রিকেটারও ঢাকায় এসে পৌঁছাননি। কয়েকদিনের মধ্যেই পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করতে পারবে।

তবে এই মুহূর্তে যারা আছেন, তাদের নিয়েই মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘আনুষ্ঠানিকভাবে কাল (মঙ্গলবার) শুরু হবে (অনুশীলন)। যারা আছে তাদের নিয়ে কাজ শুরু করেছি। যেহেতু সময় খুব কম। যারা বিসিএল, এনসিএলে খেলেছে, তারা যথেষ্ট ম্যাচ খেলেছে। তাদের বিশ্রামও জরুরি। এই টুর্নামেন্টও এক মাসের। এত ম্যাচ খেলার ক্ষেত্রে ইনজুরির ব্যাপারটি মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ড সফরে যারা ছিল, বায়ো বাবলে থাকতে থাকতে তাদেরও মানসিক স্বস্তি দরকার। এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি।’

ফাফ ডু প্লেসি ও সুনীল নারাইন ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন। বাকিরা দুই-একদিনের মধ্যে চলে আসবেন বলে জানালেন সালাউদ্দিন, ‘ডু প্লেসি গতকাল (রবিবার) চলে এসেছে। আগামীকাল মাঠে আসতে পারে। আজ সুনীল নারাইন আসবে। বাকি দুজনের একজনের ফ্লাইট বাতিল হয়ে গেছে। ১৯ তারিখের (জানুয়ারি) মধ্যে সবাইকে পেয়ে যাবো।’

স্থানীয়দের মধ্যে বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের দলে নিয়েছে কুমিল্লা। এখানে কিছুটা ঘাটতি দেখছেন কুমিল্লা কোচ, ‘সিনিয়র ক্রিকেটার থাকলে অনেক ভালো হয়। যোগাযোগ ভালো হয়, বিশেষ করে বিদেশিদের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট ও নানা টুর্নামেন্টের কারণে জানাশোনা ভালো হয়। যেহেতু এবার আমাদের দলে সিনিয়র কেউ নেই, তাই এটা নিয়ে আর চিন্তা করছি না। কমিউনিকেশন কীভাবে ভালো রাখা যায়, এটা নিয়ে কাজ করছি। অন্য ফ্র্যাঞ্চাইজির মতো আমরা বিদেশিদের আগে নিয়ে আসতে পারিনি। একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। সিনিয়ররা থাকলে খুব তাড়াতাড়ি এই দূরত্ব কাটিয়ে উঠতে পারে। এই জায়গায় হয়তো আমাদের একটু ঘাটতি থাকতে পারে। চেষ্টা করবো কাটিয়ে ওঠার জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল