X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বিপিএল-২০২২

সালাউদ্দিন থাকতে কেন স্টিভ রোডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২২:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:২৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। সাকিব-তামিমরা কোনও সমস্যায় পড়লেই ছুটে যান সালাউদ্দিনের কাছে। দলে এমন একজন কোচ থাকার পরও কেন স্টিভ রোডসের কাছে কুমিল্লার ছুটে যাওয়া- প্রশ্নটি অবধারিতভাবেই আসছে। আজ (সোমবার) কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করেছেন সালাউদ্দিন নিজেই।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস নতুন পরিচয়ে ফিরেছেন। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ঠিক কী কারণে রোডসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার ব্যাখ্যায় সালাউদ্দিন বলেছেন, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো আইডিয়া আসতে পারে।’

শুধু তা-ই নয়, অভিজ্ঞ এই কোচের কাছ থেকে নিজেও শিখতে মুখিয়ে সালাউদ্দিন, ‘আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবেন, আমি হয়তো ভালো কিছু শিখতে পারবো। তিন খুব বিনয়ী, ভালো মানুষ; এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিষ্কার করেছেন। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন, কীভাবে কী করতে হবে- এসব নিয়ে। তিনি দলের পরামর্শক হিসেবে আছেন।’

অনুশীলন শুরু করলেও কুমিল্লার ‘আসল’ প্রস্তুতি শুরু হবে মঙ্গলবার থেকে। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা ক্রিকেটাররা এখনও দলের সঙ্গে যুক্ত হননি। এছাড়া বিদেশি সব ক্রিকেটারও ঢাকায় এসে পৌঁছাননি। কয়েকদিনের মধ্যেই পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করতে পারবে।

তবে এই মুহূর্তে যারা আছেন, তাদের নিয়েই মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘আনুষ্ঠানিকভাবে কাল (মঙ্গলবার) শুরু হবে (অনুশীলন)। যারা আছে তাদের নিয়ে কাজ শুরু করেছি। যেহেতু সময় খুব কম। যারা বিসিএল, এনসিএলে খেলেছে, তারা যথেষ্ট ম্যাচ খেলেছে। তাদের বিশ্রামও জরুরি। এই টুর্নামেন্টও এক মাসের। এত ম্যাচ খেলার ক্ষেত্রে ইনজুরির ব্যাপারটি মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ড সফরে যারা ছিল, বায়ো বাবলে থাকতে থাকতে তাদেরও মানসিক স্বস্তি দরকার। এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি।’

ফাফ ডু প্লেসি ও সুনীল নারাইন ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন। বাকিরা দুই-একদিনের মধ্যে চলে আসবেন বলে জানালেন সালাউদ্দিন, ‘ডু প্লেসি গতকাল (রবিবার) চলে এসেছে। আগামীকাল মাঠে আসতে পারে। আজ সুনীল নারাইন আসবে। বাকি দুজনের একজনের ফ্লাইট বাতিল হয়ে গেছে। ১৯ তারিখের (জানুয়ারি) মধ্যে সবাইকে পেয়ে যাবো।’

স্থানীয়দের মধ্যে বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের দলে নিয়েছে কুমিল্লা। এখানে কিছুটা ঘাটতি দেখছেন কুমিল্লা কোচ, ‘সিনিয়র ক্রিকেটার থাকলে অনেক ভালো হয়। যোগাযোগ ভালো হয়, বিশেষ করে বিদেশিদের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট ও নানা টুর্নামেন্টের কারণে জানাশোনা ভালো হয়। যেহেতু এবার আমাদের দলে সিনিয়র কেউ নেই, তাই এটা নিয়ে আর চিন্তা করছি না। কমিউনিকেশন কীভাবে ভালো রাখা যায়, এটা নিয়ে কাজ করছি। অন্য ফ্র্যাঞ্চাইজির মতো আমরা বিদেশিদের আগে নিয়ে আসতে পারিনি। একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। সিনিয়ররা থাকলে খুব তাড়াতাড়ি এই দূরত্ব কাটিয়ে উঠতে পারে। এই জায়গায় হয়তো আমাদের একটু ঘাটতি থাকতে পারে। চেষ্টা করবো কাটিয়ে ওঠার জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা