X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৫:১৭আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:৩১

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে না উঠতেই আরেকটি কুড়ি ওভারের বিশ্বকাপ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার আসরে প্রথমবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। তবে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও গ্রুপিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার টুয়েলভে গ্রুপ-২-এ বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ‘এ’ রানার্স-আপ ও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন। অন্যদিকে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’ রানার্স-আপ।  

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও ২০২০ সালে হওয়ার কথা ছিল এই আসরটি। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুই বছর পিছিয়ে যায়। ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

তবে এর আগে ১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম পর্ব। শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। এখান থেকে চারটি দল মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রথম পর্বের ম্যাচগুলো হবে জিলং ও হোবার্টে। শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সঙ্গে প্রথম পর্বে খেলবে বাছাই উতরে আসা চার দল। আগের তিন আসরে প্রথম পর্ব খেলে চূড়ান্ত পর্বে যেতে হলেও এবার র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

২২ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠলেও হোবার্টে বাংলাদেশের মিশন শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্স-আপের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ অক্টোবর সিডনিতে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর অ্যাডিলেডে হবে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ। ২ নভেম্বর ভারত পরীক্ষার পর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহরা।

সুপার টুয়েলভ শেষে সিডনিতে ৯ নভেম্বর হবে প্রথম সেমিফাইনাল। পরদিন দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু অ্যাডিলেড। আর ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হবে কুড়ি ওভারের বিশ্বকাপের ফাইনাল।

বাংলাদেশের ম্যাচের সূচি:

২৪ অক্টোবর: বাংলাদেশ-'এ' গ্রুপ রানার্স-আপ, হোবার্ট

২৭ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি

৩০ অক্টোবর: বাংলাদেশ-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, ব্রিসবেন

২ নভেম্বর: বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড

৬ নভেম্বর: বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী