X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুশফিক প্রসঙ্গে মুমিনুল, ‘তাহলে বুঝতে হবে উনি শিখতে পারেননি’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৪ মে ২০২২, ১৫:৫২আপডেট : ১৫ মে ২০২২, ০৯:৩৭

পোর্ট এলিজাবেথে কঠিন পরিস্থিতিতে মুশফিকুর রহিম রিভার্স সুইপ খেলার সিদ্ধান্ত নিয়ে দলকে বিপদে ফেলেন। ১৯২ মিনিট ক্রিজে থেকে ১৩৪ বল খেলে হাফসেঞ্চুরি ছুঁয়েছিলেন। অথচ সেই তিনিই কিনা লাঞ্চের আগে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন। মুশফিক আউট হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওই টেস্টে মুশফিকের ‘ভুলে’ মুমিনুল হক সমর্থন দিয়েছিলেন যদিও। তবে আজ (শনিবার) বাংলাদেশ অধিনায়ক জানালেন, এমন কিছু তিনি বলেননি!

মুশফিক তার ক্যারিয়ারে বহুবার এভাবে আত্মহুতি দিয়েছেন। কিন্তু ভুল থেকে শিখতে পারেননি। এবার কি পারবেন? মুমিনুলও সন্দিহান! তিনি বলছেন, এবার না হলে বুঝতে হবে মুশফিক শিখতে পারেননি।

দক্ষিণ আফ্রিকা সফরে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছিলেন, ‘আমার কাছে মনে হয়, ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি, যেসব জায়গায় খেলা হয়; উনি কিন্তু… (এই শট খেলেন)। আপনারা এটা নিয়ে বেশি কথা বলতেই পারেন। রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের কোনও শট নয়। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার খেলার পরিকল্পনায় যদি এই শট থাকে, তাহলে তো খেলবেনই। আর এটা এমন না যে উনি খেলে রান করেননি বা ব্যর্থ খুব। আমার মনে হয়, উনাকে সমর্থন করা উচিত। আমি উনাকে সমর্থনও করি।’

এক মাসের ব্যবধানে পুরো বক্তব্য পাল্টে ফেললেন মুমিনুল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দেখেন এর আগে কিন্তু আমি সাপোর্ট দিয়ে কথাটা বলিনি। আমি বলেছি, সিচুয়েশন বুঝে খেলা। ওই সময়ে ওই সিচুয়েশনে উনি যদি মনে করেন ঠিক হয়নি, তাহলে উনি বুঝতে পেরেছেন। এটা আমার বলার দরকার হচ্ছে না। (কিন্তু যদি আবারও ওই শট খেলেন) তাহলে সবাই বুঝতে পারবে উনি শিখতে পারেননি।’

মুশফিকের রিভার্স শট খেলায় আপত্তি নেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তবে এর জন্য উপযুক্ত সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, ‘ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলে বা মিড উইকেটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলে এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনও শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।’

/কেআর/
সম্পর্কিত
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!