X
বুধবার, ২৮ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন এনামুল হক বিজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৬:৩৫আপডেট : ১৭ মে ২০২২, ১৬:৪১

লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়। এক মৌসুমে ১ হাজার ১৩৮ রান করেছেন। অথচ রেকর্ড বইয়ে এই রান তো দূরে থাক; এক হাজার রানও নেই কারও। দারুণ একটি মৌসুম কাটানোর পর পুরস্কার হাতেনাতেই পাচ্ছেন এই ওপেনার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। ওই সফরে বিজয়ের জাতীয় দলে ফেরাটা প্রায় নিশ্চিত। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা প্রিমিয়ার লিগে স্বপ্নের এক মৌসুম কাটিয়েছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার ৩ সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরিতে ১ হাজার ১৩৮ রান করেছেন। ৯৮.৬১ স্ট্রাইক রেটে যার গড় ছিল ৮১.২৮। বিজয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকবে আশা করছি। যদিও পুরো সিদ্ধান্তটাই নির্বাচকদের।’

একটা সময় বিজয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে আঘাত পান। ওই ইনজুরিতেই জাতীয় দলের বাইরে দীর্ঘদিনের জন্য ছিটকে যান তিনি। এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি।

আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও জানা গেছে, ক্যারিবীয় সফরে বাংলাদেশ দুই টেস্ট খেলবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ও ড্যারেন স্যামি স্টেডিয়ামে। দুই ভেন্যুতে বাংলাদেশের আগে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। শেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবার তৃতীয় টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ আজ
ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ আজ
মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দরে ২ চীনা নাগরিক গ্রেফতার
মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দরে ২ চীনা নাগরিক গ্রেফতার
পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
যেভাবে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 
যেভাবে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 
সর্বাধিক পঠিত
চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ         
চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ         
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
একীভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান
সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান